বৃষ্টি ও বষন বলয় রিমঝিম আপডেট......
প্রকাশিত ০৭/০৭/২০১৯, সময় : ০৯:৪০pm
বৃষ্টি ও বর্ষন বলয় রিমঝিম আপডেট :৩০ শে জুন রাত ১১ টা ৩০ মিনিটে।
প্রথম ধাপ : পহেলা জুলাই হতে ৫ ই জুলাই পর্যন্ত ( মাঝারি তীব্রতা)
দ্বীতিয় ধাপ : ৬ ই জুলাই টু ১১ ই জুলাই ( তীব্রতা তীব্র)
বৃষ্টি ও বর্ষন বলয় রিমঝিম প্রথম ধাপে দেশের অনেক এলাকায় ঝাকে ঝাকে রোদ মেঘের ফাকে ফাকে খন্ডকালিন বৃষ্টি ঘটাতেপারে ও এটি তার দ্বীতিয় দফায় দেশের অনেক এলাকায় একটানা ভারিবৃষ্টি ও ভারিবর্ষণ ঘটাতেপারে।
বৃষ্টি বলয় রিমঝিম একটি তীব্র বজ্রপাত মুক্ত ও কালবৈশাখী শিলাবৃষ্টি মুক্ত মৌসুমি বৃষ্টি ও বর্ষন বলয়।
যেটা দুটি সিস্টেম এর প্রভাবে বাংলাদেশ সহ এর পার্শবর্তী এলাকায় আসছে।
বৃষ্টি ও বর্ষন বলয় রিমঝিম এর প্রথম ধাপে সবচেয়ে বেশি বৃষ্টি হতেপারে west bengal kolkata ও দ্বীতিয় ধাপে সবচেয়ে বেশি বৃষ্টি হতেপারে সিলেট, চট্টগ্রাম বাংলাদেশ ও আসাম, ত্রিপুরা, মেঘালয় ইন্ডিয়া।
আসুন একনজরে দেখেনেই বৃষ্টি ও বর্ষণ বলয় রিমঝিম চলাকালিন সময়ে প্রথম ধাপে দেশের ৬৪ টি জেলায় কত সে.মি.বৃষ্টি হতেপারে।
জেলা : বৃষ্টি পরিমান সে.মি.
Chittagong : ৭
কক্সবাজার : ৬
বান্দরবান : ৬
রাঙ্গামাটি : ৭
খাগড়াছড়ি : ৮
ফেণী : ৯
নোয়াখালী : ৯
Lakshmipur : ৮
চাঁদপুর : ৮
কুমিল্লা : ৮
ব্রাম্মনবাড়ীয়া : ৭
Sylhet : ১০
সুনামগঞ্জ : ৯
Moulvibazar : ৯
হবিগঞ্জ : ৮
Khulna : ৯
বাগেরহাট : ১০
সাতক্ষিরা : ১২
Jessore : ১১
নড়াইল : ১০
ঝিনাইদহ : ১০
মাগুরা : ৯
চুয়াডাঙ্গা : ৯
মেহেরপুর : ৯
কুষ্টিয়া : ৯
Rajshahi : ৮
পাবনা : ৭
নাটোর : ৭
সিরাজগঞ্জ : ৭
বগুড়া : ৬
নওগাঁ : ৭
জয়পুরহাট : ৬
গাইবান্ধা : ৬
রংপুর : ৭
কুড়িগ্রাম : ৮
দিনাজপুর : ৭
ঠাকুরগাঁও : ৭
পঞ্চগড় : ৮
Nilphamari : ৮
Lalmonirhat : ৯
নবাবগঞ্জ : ৮
Barisal : ১০
বরগুনা : ১৩
পটুয়াখালী : ১২
ভোলা : ১২
ঝালকাঠি : ১১
পিরোজপুর : ১২
Dhaka : ৯
গোপালগঞ্জ : ১০
মাদারীপুর : ৯
ফরিদপুর : ৮
রাজবাড়ি : ৭
Munshigang : ৭
নারায়নগঞ্জ : ৮
মানিকগঞ্জ : ৮
গাজীপুর : ৯
নরসিংদী : ৯
টাঙ্গাইল : ৮
কিশোরগঞ্জ : ৭
Mymensingh : ৮
জামালপুর : ৮
শেরপুর : ৯
নেত্রকোনা : ৮
শরিয়তপুর : ৯
কলকাতা : ১৫ in
দক্ষিন ২৪ পরগনা : ১৮ in
দীঘা : ২০ in
বারাসত : ১৩ in
রানিগঞ্জ : ১৪ in
কৃষ্ণনগর : ৮ in
আসাম : ১১ in
ত্রিপুরা : ১০ in
মেঘালয় : ১৩ in
১ সে.মি.= ১০ মি.মি.
প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয়ের শক্তি হ্রাস বৃদ্ধি ও এর সময়সূচি পরিবর্তন হতেপারে।
দ্বীতিয় ধাপে কেমন বৃষ্টি হতেপারে তা পরের পোষ্টে ইনশাআল্লাহ্ জানিয়ে দেওয়া হবে।
আরও ভালো তথ্য পেতে আপনারা নিয়মিত সরকারি আবহাওয়া পেজ ও ওয়েবসাইটে নজর রাখুন।
ধন্যবাদ : bwot weather বেসরকারি আবহাওয়া সংস্থা Jessore bangladesh.
আপডেট : ৩০ শে জুন গভীর রাত ১১:৩০ মিনিটে।
Comments