নাটোরে অস্ত্রসহ গ্রেফতার ০১ ।

প্রকাশিত : ১৭/০৭/২০১৯, সময় : ০৮:০৫pm



র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্প কর্তৃক ০১ টি পাইপ গান, ০১ টি চাইনিজ কুড়াল, ০১ টি চাপাতি, ০১ টি মোটর সাইকেল সহ ০১ জন গ্রেফতার।

 র‌্যাব-৫, রাজশাহী এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মোঃ রাজিবুল আহমান, কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে অদ্য ১৭ জুলাই ২০১৯ তারিখ বিকাল ১৫০০ ঘটিকায় নাটোর জেলার গুরুদাসপুর থানার পার-গুরুদাসপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে।

 অভিযানে, মোঃ বাবলু প্রামানিক (৪০), পিতা- মোঃ ময়েজ উদ্দিন প্রামানিক, সাং-সাবগাড়ী, থানা-গুরুদাসপুর, জেলা-নাটোরকে (ক) স্টীলের তৈরী পাইপ গান ০১ (এক) টি, (খ) চাপাতি-০১ (এক) টি, (গ) চাইনিজ কুড়াল-০১ (এক) টি, (ঘ) চাকু -০১ (এক) টি, (ঙ) মোটর সাইকেল ০১ (এক) টি সহ হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় আসামীর স্ত্রী ০৪ সন্তানের জননী মোছাঃ আলেয়া বেগম (৩৬) কে তাহার আত্নীয়  মোঃ জাহিদ (৪৫) কিছু দিন পূর্বে রাতের অন্ধকারে পালিয়ে নিয়ে বিবাহ করে। সেই জন্য সে জাহিদকে হত্যা করিবার উদ্দেশ্যে জব্দকৃত আলামত সহ ঘটনাস্থলে অবস্থান করিতেছিল।   
র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
মাদকমুক্ত দেশ গড়ুন।

Comments

Popular posts from this blog