র‌্যাব-৫ এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী আটক।

প্রকাশিত : ১০/০৭/২০১৯, সময় : ১০:২৫


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক অদ্য ১০ জুলাই ২০১৯ তারিখ সকাল ১১.৪৫ ঘটিকায় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন ধোরসা (সরদারপাড়া) কালিতলা ব্রীজ সংলগ্ন অপারেশন পরিচালনা করে।



 উক্ত অভিযানে,মাদক ব্যবসায়ী মোঃ আতাউর রহমান (২৪) পিতা-মোঃ লছির, সাং-নারকেল বাড়িয়া ভুয়ানগর, থানা-দুর্গাপুর, জেলা-রাজশাহীকে (ক) ৮৪০ (আটশত চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট (খ) ০১ টি মোবাইল (গ) ০২ টি সীমকার্ড (ঘ) ০১ টি মেমোরীকার্ডসহ আটক করা হয়। 



অপরদিকে মাদক এর বিরুদ্ধে র‌্যাবের ধারাবাহিক অভিযানের সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে একইদিনে দুপুর আনুমানিক ০২:৩০ ঘটিকায় নাটোর জেলার সদর থানাধীন দিয়ারভিটা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে,(ক) ইয়াবা ট্যাবলেট- ১৯১ (একশত একানব্বই) পিস, (খ) মাদক বিক্রয়ে ব্যবহৃত মোবাইল-০১ (এক) টি, (গ) সিম -০২ (দুই) টি, (ঘ) মাদক বিক্রয়লব্ধ ৩৭০০/- (তিন হাজার সাতশত টাকা) সহ আসামী মোঃ বেলাল হোসেন (৪২), পিতা- মোঃ আবুল হোসেন,সাং- দেয়ারভিটা, থানা সদর, জেলাঃ নাটোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

চলো যাই-যুদ্ধে
মাদকের বিরুদ্ধে।

Comments

Popular posts from this blog