বারোঘরিয়া বাজারে আবার ও গড়ে উঠেছে অবৈধ দোকানপাট........
প্রকাশিত : ০৪/০৭/২০১৯, সময় : ১০:৩০pm
স্থানীয় লোকজন বলেছেন এসব দোকান পাট স্থাপন করার পিছনে হাত রয়েছে ০৪ নং ওয়ার্ড সদস্যদের
চাঁপাইনবাবগঞ্জে অব্যাহত রয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশিত : ২৭/০৩/২০১৯, সময় : ১০:০০pm
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়ায় রাস্তার ফুটপাত ও হাটের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। এ সময় মহানন্দা সেতুর গোল চত্বরের পাশে, মহানন্দা নদীর ধারে ও চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির সামনের ফুটপাতে অবৈধভাবে স্থাপিত দোকানপাটসমূহ এবং বারোঘরিয়া বাজারের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, চাঁপাই-সোনামসজিদ মহাসড়কের পাশের ফুটপাত এবং বারোঘরিয়া হাটের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট সরানোর জন্য অনেক আগেই নোটিশ পাঠানো হয়েছিলো। এমনকি মাইকিং করে তাদের এই স্থান ছেড়ে দেয়ার জন্য বারংবার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু তারপরও নির্ধারিত সময়ের মধ্যে তারা সেগুলো না সরানোর জন্য উপজেলা প্রশাসন জনগণের স্বার্থে আজ বুধবার নিজ উদ্যোগে এইসব স্থাপনা উচ্ছেদ করতে বাধ্য হয়েছে।
তিনি আরো বলেন, মূলত রাস্তার ফুটপাত ও হাটের জায়গা ফিরিয়ে দিতেই প্রায় ২৫টি দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। হাটের জায়গায় কিভাবে দোকানপাট তৈরি হবে এবং তা বরাদ্দ দেয়া হবে তা উপজেলা হাটবাজার কমিটি আলোচনায় বসে পরবর্তীতে সিদ্ধান্ত নিবেন।
Comments