চাঁপাইনবাবগঞ্জ এ র্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্ৰাম গাঁজা সহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার......!
প্রকাশিত : ১২/০৭/২০১৯, সময় : ০৮:১০pm
চাঁপাইনবাবগঞ্জ এ র্যাবের অভিযানে ৪কেজি ৭০০গ্ৰাম গাঁজা সহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার.....!
র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রাম থেকে ৪ কেজি ৭’শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে এই অভিযান চালানো হয়। অভিযানে আটক মাদক ব্যবসায়ী হচ্ছে, সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের মো. ফাইজুদ্দিনের ছেলে মো. এরফান আলী (৪৫) ও এরফান আলীর ছেলে মো. ইব্রাহিম অরফে বাবু (২২)। বৃহস্পতিবার রাতে র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ সদর থানার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামে জনৈক এরফান আলীর বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১টি মোবাইল ফোন, নগদ-৪ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী মোঃ এরফান আলী (৪৫) ও তার ছেলে মোঃ ইব্রাহিম আলী @বাবু (২২)কে হাতেনাতে আটক করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাঁজা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
Comments