চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩৩০ বোতল ফেন্সিডিলসহ আটক (০১) এক ।
প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, সময় : ০৯:২০pm
ভোলাহাট আম ফাউন্ডেশনে মোঃ জহিরের আড়ৎ হতে কার্টুন করা অবস্থায় ৩৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ । আমের কার্টুনের মালিক মোঃ মেহেদী হাসান, পিতা- মোঃ আমিনুল ইসলাম, সাং- গোহালবাড়ী, পোস্ট- সন্যাসীতলা, থানা- ভোলাহাট কে গ্রেফতার করা হয়েছে ।
Comments