র‌্যাব-৫ এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী আটক।

প্রকাশিত : ১১/০৭/২০১৯, সময় : ০৯:১৫pm


র‌্যাব-৫ এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী আটক।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক অদ্য ১১ জুলাই ২০১৯ তারিখ দুপুর ০২.০৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন হরিপুর মোড়ে জনৈক লিয়াকত আলীর টেইলার্স দোকানের সামনে অপারেশন পরিচালনা করে ।

উক্ত অভিযানে, মাদক ব্যবসায়ী আসামী মোঃ শাহনেওয়াজ @ সাগর (২০), পিতা-মৃতঃ আলাউদ্দিন, সাং-হড়গ্রাম বাজার (কোর্ট ষ্টেশন) থানা-কাশিয়াডাংগা, রাজশাহী মহানগরথেকে  (ক) ১৯৭০ (এক হাজার নয়শত সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

অপরদিকে সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এর নেতৃত্বে একইদিনে দুপুর আনুমানিক ০১.০০ ঘটিকার সময় জয়পুরহাট জেলার কালাই থানাধীন দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে, (ক) ইয়াবা ট্যাবলেট - ৩৪০ (তিনশত চল্লিশ) পিস, (খ) মোবাইল সেট - ০১ (এক) টি, (গ) সীম কার্ড - ০১ (এক) টি, (ঘ) মাদক বিক্রয়ের নগদ অর্থ - ৪০০/- (চারশত) টাকাসহ মাদক ব্যবসায়ী আসামী মোঃ রতন মন্ডল (৩৫), পিতা-মোঃ মোফাজ্জল মন্ডল, সাং-মাত্রাই, থানা-কালাই, জেলা-জয়পুরহাটকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
মাদকমুক্ত দেশ গড়ুন।

Comments

Popular posts from this blog