রাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে হ্যাকার ও ব্লাকমেইলার আটক ।

প্রকাশিত : ২০/০৭/২০১৯, সময় : ০২:০৫pm


র‌্যাব-৫ এর অভিযানে হ্যাকার ও ব্লাকমেইলার আটক।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত ১৯ জুলাই ২০১৯ তারিখ শুক্রবার আনুমানিক রাএী ০৮.৫০ ঘটিকায় নওগাঁ জেলার  মহাদেবপুর থানার পাটনা এলাকায় অপারেশন পরিচালনা করে।

অভিযানে, মোঃ মতিউর রহমান (২৪) ,পিতাঃ-আঃ সালাম মন্ডল,সাং-পাতনা,থানাঃ-মহাদেবপুর,জেলা-নওগাঁ মোবাইল সহ আটক করা হয়।

র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।

Comments

Popular posts from this blog