গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ০২ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড প্রদান ।
প্রকাশিত : ২৩/০৭/২০১৯, সময় : ১১:২০pm
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক গত ২৩/০৭/২০১৯ তারিখ পরিদর্শক মোঃ রায়হান আহমেদ খান-এর নের্তৃত্বে সকাল ০৬.০০ ঘটিকা থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা কালে গোমস্তাপুর উপজেলার চৌডালা ফেরিঘাট গ্রামস্থ মৃত দিজেন কর্মকারের ছেলে শ্রী রিপন কর্মকার (২৯), এবং দক্ষিণ হাউসনগর গ্রামস্থ মোঃ ছাত্তার আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম (২৭) দ্বয়কে ৩০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
পরে মোবাইল কোর্টে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ খাদিজা বেগম আসামী শ্রী রিপন কর্মকার (২৯) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ সাইফুল ইসলাম আসামী মোঃ রবিউল ইসলাম (২৭) কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৪,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে উভয়কে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
Comments