চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে ডিএনসির অভিযানে আটক (০৪) চার ।

প্রকাশিত : ২৮/০৭/২০১৯, সময় : ০২:৩০pm


চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে শনিবার অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ চার জন ব্যক্তিকে গ্রেফতার করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- জেলার সদর উপজেলার ব্যাহারাপাড়ার মো. আব্দুল লতিফের ছেলে মো. হযরত আলী (৪০), শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. খোকা মিয়ার ছেলে মো. বাসির (২৩), মনাকষা শেখটোলার মো. রবিউল ইসলামের ছেলে মো. রিপন (২০) ও চৌকা মনাকষা গ্রামের শ্রীপতি প্রামানিকের ছেলে শ্রী দিপক প্রামানিক (৫০)।
পরে মোবাইল কোর্টে তাদেরকে হাজির করা হলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আসামী মো. রিপনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম আসামী মো. হযরত আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এক্সিকিউটিভ মো. সাইফুল ইসলাম আসামী মো. বাসিরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান আসামী শ্রী দিপক প্রামানিককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে এবং চারজনকেই জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

Comments

Popular posts from this blog