চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে ডিএনসির অভিযানে আটক (০৪) চার ।
প্রকাশিত : ২৮/০৭/২০১৯, সময় : ০২:৩০pm
পরে মোবাইল কোর্টে তাদেরকে হাজির করা হলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আসামী মো. রিপনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম আসামী মো. হযরত আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এক্সিকিউটিভ মো. সাইফুল ইসলাম আসামী মো. বাসিরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান আসামী শ্রী দিপক প্রামানিককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে এবং চারজনকেই জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
Comments