চাঁপাইনবাবগঞ্জ এর তের রশিয়া থেকে ২০০৭ পিচ ইয়াবাসহ ০২ জন আটক ।

প্রকাশিত : ১৬/০৭/২০১৯, সময় : ১০:১০pm


নিউজ ডেস্ক : চাঁপাই প্রতিদিন নিউজ ......
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণের ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তের রশিয়া গ্রামস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ২ হাজার ৭ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, সদর উপজেলার উত্তর ট্যাগ জহুরপুর বেলপাড়ার মৃত আব্দুল হকের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮)।
র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পৌনে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তেররশিয়া গ্রামস্থ তেররশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে অভিযান চালিয়ে ২ হাজার ৭ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন, ২টি সীমকার্ড, নগদ-৪’শ টাকা সহ মাদক ব্যবসায়ী মো. শফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব। উল্লেখ্য যে, তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Comments

Popular posts from this blog