Rab-5 এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবাসহ তিন জন মাদক ব্যবসায়ী আটক।

প্রকাশিত : ০৯/০৭/২০১৯, সময় : ০৭:৪৫pm


র‌্যাব-৫ এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবাসহ তিন জন মাদক ব্যবসায়ী আটক।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক অদ্য ০৯ জুলাই ২০১৯ তারিখ সকাল আনুমানিক ১০.৪০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন বেলকিস্ট বড়বাড়িয়া মনোহরপুর তিন রাস্তার মোড়ে জনৈক নুরু সরকার এর বাড়ীর পাশে অপারেশন পরিচালনা করা হয়।


অভিযানে, মাদক ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান জিয়া (২৭), পিতা-মৃত নবীর উদ্দীন, সাং-কিশোর পুর, থানা-বাঘা, রাজশাহীকে (ক) ৯৬০ পিচ ইয়াবা (খ) ০১ টি মোবাইল ফোন এবং (গ) ০২ টি সীমকার্ডসহ আটক করে র‌্যাব।




অপর একটি অভিযানে,সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ কোম্পানী গত ০৮ জুলাই ২০১৯ তারিখ রাত্রী ১১:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ছত্রাজিৎপুর ইউনিয়নস্থ ছত্রাজিৎপুর পানখাকিপাড়া এলাকায় কানসাট হতে রানীহাটিগামী পাকা রাস্তার উত্তরে জনৈক কালামের নার্সারির পিছনে অভিযান পরিচালনা করে।

অভিযানে, মাদক ব্যবসায়ী ১। মোঃ সাহেব  (১৯), পিতা-মোঃ টুটুল আলী, সাং-শহরাতলা, ২। মোঃ রায়হান আলী (২১),পিতা-মোঃ কামাল উদ্দীন,সাং-চন্ডীপুর হাউসনগর,উভয় থানা শিবগঞ্জ জেলা-চাঁপাইনবাবগঞ্জকে (ক) ২৩৫ বোতল ফেন্সিডিল (খ) একটি PULSAR-150 cc মোটর সাইকেল (গ) মোবাইল ফোন-০২ টি (ঘ) সীম কার্ড ০৪ টি (ঙ) মেমোরি কার্ড ০২ টি এবং (চ) নগদ ১৫০০ টাকাসহ তাদের আটক করে র‌্যাব।

র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
মাদক-কে না বলুন।

Cp news                   
সত্যের সন্ধানে
চাঁপাই প্রতিদিন নিউজ

Comments

Popular posts from this blog