শিবগঞ্জে র্যাবের মাদকবিরোধী অভিযানে ১৩২০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার (০১) এক ।
প্রকাশিত : ০৩/০৮/২০১৯, সময় : ১১:১৫পি,এম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেখটোলা জোতবিনোদ এলাকায় অভিযান চালিয়ে শনিবার ১৩ হাজার ২০৫ পিস ইয়াবাসহ মো. মিলন আলী (২০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত ব্যক্তি ওই উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মো. কেতাবুর আলীর ছেলে।
র্যাব-৫, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলা জোতবিনোদ এলাকায় রাস্তার পাশে একজন ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল শনিবার দুপুর ২টার দিকে সেখানে অভিযান চালিয়ে মো. মিলনকে গ্রেফতার করেন। এসময় গ্রেফতারকৃত মিলনের কাছ থেকে ১৩ হাজার ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
Comments