অবশেষে বারঘরিয়া'র জুয়ার ক্লাব রাইজিং স্পোটিং বন্ধ করে দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ।

প্রকাশিত : ০৩ আগষ্ট ২০১৯, সময় : ০৯:৫০পি,এম




বারঘরিয়া ইউনিয়ন পরিষদ রাইজিং স্পটিং ক্লাবে প্রতিদিন চলছে জুয়ার আসর।

বারঘরিয়া নতুন বাজার স্কুলের পাশেই "রাইজিং স্পটিং ক্লাবে প্রতিদিন চলছে জুয়ার আসর। এই  ক্লাবের কোন অনুমোদন দেওয়া হয় নাই আজ পর্যন্ত। এলাকাবাসীর তথ্য মতে বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর কাছে দোকানের কথা বলে নিবন্ধন করানো হয়েছে বলে জানা যায়। কিন্তু পরে ক্লাবের কথা বলে অনুমান নিয়ে  জুয়ার আসর বসে প্রতিদিন। 

এই ক্লাবের সভাপতি - বারঘরিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর আনারুল ইসলাম এর ছেলে মোহাম্মদ সেলিম রেজা।

২০১৮ সালে ক্লাব'টি এলাকা বাসীর অর্থায়নে নির্মাণ করা হয়।  

সঠিক ভাবে ক্লাব পরিচালনা না করে নিজ স্বার্থের জন্য সেখানে প্রতিদিন জুয়ার আসর বসানো হয় জুয়ার আসর, যা সমাজের জন্য অনেক বড় হুমকি হয়ে দাড়িয়েছে। 

 প্রতিদিন রাত ২'টা থেকে ৩'টা পর্যন্ত  
রাইজিং স্পটিং ক্লাবে  জুয়ার আসর বসে। এলাকাবাসী বলছে পুলিশ যায় কিন্তু অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যায় এই সব পুলিশ সদস্যরা।

এইভাবে যদি প্রতিনিয়ত চলতে থাকে তাহলে সমাজের পরিবেশ যেমন  নষ্ট হবে তেমনই নতুন প্রজন্ম ধ্বংসের মুখে এগিয়ে যাবে,  তাই  SP Chapainawabganj  পুলিশ সুপার এর দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি দেখার জন্য। 

আমাদের বারঘরিয়া ৪ নাম্বার ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যান  এরা কিছুই দেখে না। 

(CP-NEWS)

#আজ_সকালে বারঘরিয়া ইউনিয়ন পরিষদ রাইজিং স্পটিং ক্লাবে প্রতিদিন চলছে জুয়ার আসর - এই শিরোনামে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। সেই সাথে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আলহামদুলিল্লাহ্ ৫'টার সময় পুলিশ এসে ক্লাব এর মূল ফটকে তালা মেরে যায়। বর্তমানে ক্লাবটি বন্ধো, এলাকাবাসী বলছে তারা সবাই আনন্দিত।

আমরা চাই সুন্দর পরিবেশ সুন্দর সমাজ আর কিছুই না📢

প্রিয় বারঘরিয়াবাসী আপনি যদি সচেতন না হন তাহলে আপনার আগামী প্রজন্মের জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে, আসুন সকলেই সচেতন হয় এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। 

Comments

Popular posts from this blog