শিবগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ (০১) জন গ্ৰেফতার
প্রকাশিত : ০৬/০৮/২০১৯, সময় : ০৬:৪০পি,এম
অদ্য ৬/০৮/২০১৯ তারিখ ১৬:৩০ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন কানসাট বাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড এর নিকটে আসামী মো. নাসির হোসেন, পিতা- মো. মোজাম্মেল , শিবনগর , শিবগঞ্জকে ৭৫০ গ্রাম গাঁজা, ২০০ পিস ইয়াবা, ২৫ টি ফেন্সিডিল ও একটি গাঁজার গাছসহ গ্রেফতার করা হয়।
Comments