চাঁপাইনবাবগঞ্জে (০৩) জনের মৃত্যুদণ্ড ও (০৪) জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত : ০৫ আগষ্ট ২০১৯, সময় : ০১:৩৫এ,এম



পরকীয় প্রেমের ঘটনায় স্বামী খুন। ০৩ (তিন) জনের মৃতুদন্ড ও ০৪ (চার) জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ। মামলা তদন্তে জেলা পুলিশের সফলতা।

দায়রা মামলা নং ২৬৭/১৭ জি আর ৯৯/১৫( শিব) ধারা ৩০২/৩৪ পেনাল কোড( এজাহারনামীয় আসামী অজানা)।
  তদন্তে প্রাপ্ত  মৃতুদন্ড আদেশপ্রাপ্ত আসামী ১।মোঃ বাচ্চু পিতা- মেনশাদ ২। জামাল পিতা-বাহার আলী ৩। হযরত পিতা-সাত্তার সর্বসাং মহেশপুর   এবং যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামী ৪। সাহেরা স্বামী মৃত বাবু ৫। আসলাম পিতা মৃত রবু ৬। মহবুল পিতা আলাউদ্দীন ৭। মিটুল পিতা মংলু সর্বসাং পরানপুর সর্বথানা-শিবগনজ জেলা-চাঁপাই নবাবগঞ্জ। রায় প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী সাহেব।  আসামীরা সবাই জেল হাজত আটক আছে।

পরকীয় প্রেমে কারনে স্ত্রী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাহেরা অন্য ০৬ জনকে নিয়ে স্বামী ভিকটিম বাবু প্রকাশ রাকিবকে গত ২৯/৩/২০১৫ ইং দিবাগত রাতে খুন করে পুরানপুর গ্রাম সংলগ্ন মহনন্দা নদীতে লাশ ফেলে দেয়।

Comments

Popular posts from this blog