• শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ (০১) জন গ্ৰেফতার....

প্রকাশিত : ০৫ আগষ্ট ২০১৯, সময় : ০১:৫৫এ,এম





আসামি মোঃ সেকেন্দার আলী ওরফে সেকেন (৪২) পিতা- মোঃ শামসুদ্দীন ওরফে পানু গ্রাম- কয়লাবাড়ি পূর্বপাড়া থানা- শিবগঞ্জ,জেলা- চাঁপাইনবাবগঞ্জকে শিবগঞ্জ থানার কয়লা বাড়ি সাকিনের টিয়োর জোলা নামক স্থানে মোহাম্মদ আজিজুল ইসলাম পালু এর লীজকৃত পুকুর পাড়ের যোগান ঘরের মধ্যে একটি বিদেশী পিস্তল দুই রাউন্ড গুলি ম্যাগাজিনে লোড করা অবস্থায় ০৪/৮/২০১৯ ইং তারিখ রাত্রি ০২ঃ০৫ ঘটিকায় গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

Comments

Popular posts from this blog