রাজশাহীর কাশিয়াডাঙ্গা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ০২/০৮/২০১৯, সময় : ০৭:১৫pm
র্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি আভিযানিক দল কর্তৃক গত ০১ আগষ্ট/২০১৯ইং রাএী আনুমানিক ০৮.৪৫ ঘটিকায় রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া মন্টুর ঢাল সোনার বলিয়া ক্লাব এলাকায় অপারেশন পরিচালনা করে।
অভিযানে,আসামী মোঃ রেন্টু (৪০) পিং- মৃত শামসুল হুদা সাং-প্রেমতলী ,থানা- গোদাগাড়ী, জেলাঃ রাজশাহী এর হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত (ক) ৫০০ পিচ ইয়বা ট্যাবলেট (খ) ০১ মোবাইল (গ) ০১ সীমসহ আটক করা হয়।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
মাদক মুক্ত দেশ গড়ুন ।।
Comments