র্যাব-৫ এর অভিযানে ০২ টি বিদেশী পিস্তলসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী আটক
প্রকাশিত : ১০/০৯/২০১৯ সময় : ১০:৫০পি.এম
র্যাব-৫ এর অভিযানে ০২ টি বিদেশী পিস্তলসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী আটক।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক অদ্য ১০ সেপ্টেম্বর-২০১৯ ইং বিকাল ০৫.৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ষোলগাড়ির বিল এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে,আলামত (ক) ০২ টি বিদেশী পিস্তল ,(খ) ০৯ রাউন্ড গুলি (গ) ০৩ টি ম্যাগজিন (ঘ) ০১ টি মোবাইল (ঙ) ০২ টি সিম (চ) ০১ টি মেমোরী র্কাডসহ আসামী ১। মোঃ মমিনুল ইসলাম@মন্টু (২৫), পিতা মোঃ মোখলেছুর রহমান, সাং- ষোলগ্রাম, থানাঃ-নিয়ামতপুর,জেলাঃ নওগাঁকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
অবৈধ অস্ত্রমুক্ত স্বদেশ গড়ুন।
Comments