শিবগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ০২
বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক দুই
চাঁপানবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ ব্যক্তিকে আটক করেছেন ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের সদস্যরা। আটককৃতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার বনানীপুর হাজীনগর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে মো. ফিরোজ মিয়া (২৩) ও একই এলাকার খেপাস উদ্দিনের ছেলে মো. পিয়াজ উদ্দিন (১৯)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত বুধবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের কিরণগঞ্জ বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মহব্বত হোসেনের নেতৃত্বে সীমান্ত পিলার ১৭৮/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর মাদ্রাসা পোস্ট এলাকায় অভিযান চালায়। অভিযানে টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মো. ফিরোজ মিয়া ও মো. পিয়াজ উদ্দিনকে ৮৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।
বিজিবি আরো জানায়, মালামালসহ আটককৃত ব্যক্তিদেরকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
Comments