কুষ্টিয়ায় দুই মাদক ব্যবসায়ীর ফাঁসির রায় ।
প্রকাশিত : ০৪/০৯/২০১৯, সময় : ১১:৩০পি.এম
কুষ্টিয়ায় মাদক মামলায় দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের খেজমত ছেলে রুবেল (২১) ও একই গ্রামের মৃত মসলেম মণ্ডলের ছেলে ভাংগন মণ্ডল (২২)।
আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে আভিযানিক দল ২০১৭ সালের ১৯ অক্টোবর জেলার দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযানকালে ৮০০ গ্রাম হেরোইনসহ মোহাম্মদপুর গ্রামের রুবেল ও ভাংগন মণ্ডলকে হাতে-নাতে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তারেক মাসুদ বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। দৌলতপুর থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা ২০১৮ সালের ২৭ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে চার্জ গঠনের পর সাক্ষ্য-প্রমাণে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।
Comments