গোমস্তাপুরে কাজীকে ২ বছর কারাদণ্ড
প্রকাশিত : ০৫/০৯/২০১৯ সময় : ১০:৫৫পি.এম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মনিরুজ্জামান মনির (৪৫) নামে ভূয়া এক কাজীকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান এ দন্ড প্রদান করেন।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক জানান, বুধবার দুপুরে রহনপুর পৌর এলাকার রহমতপাড়ায় একটি বাল্য বিয়ে রেজিস্ট্রি করার অপরাধে একই মহল্লার মৃত বুজরুক আলীর ছেলে ভূয়া কাজী মনিরুজ্জামানকে আটক করা হয়।
তাকে ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
Comments