রাজশাহীতে র্যাব-৫ এর অভিযানে ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।
প্রকাশিত : ০৯/০৯/২০১৯, সময় : ০৬:৫০পি.এম
র্যাব-৫ এর অভিযানে ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি আভিযানিক দল কর্তৃক গত ০৮ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখে ০৬.১০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
শিবগঞ্জ থানাধীন পুরাতন বারশিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আলামত (ক) ০৪ টি প্লাষ্টিকের বস্তার মধ্যে ০২টি সাদা প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ১৫০+১৬৫ =৩১৫ (তিনশত পনের) বোতল ও ০১টি সবুজ রংয়ের প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ১৫০ (একশত পঞ্চাশ) বোতল এবং ০১টি হলুদ রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর ২০০ (দুইশত) বোতল সর্বমোট ৬৬৫ (ছয়শত পয়ষট্টি) বোতল ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ জমসের আলী (৪৬), ২। মোঃ জিয়াউল হক (৪০) উভয় পিতা-মৃত এমরান হোসেন, সাং-বাররশিয়া (ভারপাড়া) , থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ গ্রেফতার করা হয়েছে ।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
মাদক-কে না বলুন।
Comments