বারঘরিয়া কাজীপাড়ার (সাফি) নামের এক যুবকের নদীতে ডুবে মৃত্যু প্রকাশিত : ১২/০৮/২০১৯, সময় : ১১.০০এ.এম বারঘরিয়াই মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া নদীতে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত যুবক সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কাজীপাড়া এলাকার মাহাবুবুর রহমানের ছেলে সেফাউর রহমান সাফি (২৫)। এ বিষয়ে বারোঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের স্থানীয়দের বরাত দিয়ে জানান, মাহাবুবুর রহমানের ছেলে সাফি আজ সোমবার সকাল ৭ টায় বাড়ি থেকে বের হয় নদীতে গোসল করার উদ্দেশ্যে। এরপর সে বারোঘরিয়া বাজার এলাকায় অবস্থিত অগ্রণী ব্যাংকের পেছনের ঘাটে গোসল করতে নামলে এক সময় সে তলিয়ে যেতে থাকে এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এ সময় নদীতে গোসল করতে থাকা স্থানীয়রা শত চেষ্টা করেও সাফিকে খুঁজে না পাওয়ায় স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ৩ সদস্যের একটি দল এক ঘন্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টায় মহানন্দা নদীর গভীর থেকে সাফির মরদেহ উদ্ধার করে। পরে তার পরিবারের কাছে ...
Popular posts from this blog
চাঁপাইনবাবগঞ্জে DNC এর অভিযানে আটক (০৭) সাত ও অর্থ এবং কারাদণ্ড প্রদান । প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, সময় : ০৪:৪০pm মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক ২৮/০৭/২০১৯ তারিখ উপ-পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম-এর নের্তৃত্বে সকাল ০৮.০০ ঘটিকা থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা কালে সদর উপজেলার নামো শংকরবাটি ফতেপুর গ্রামস্থ মোঃ ইসরাফিল হকের ছেলে মোঃ নান্টু(৩২), শংকরবাটি বটতলাহাট গ্রামস্থ মৃত ইনসান আলীর ছেলে মোঃ আহসান (৪৫), একই গ্রামস্থ মোঃ আমিনুল ইসলাম এর ছেলে মোঃ হেলাল (৩২), শংকরবাটি মন্ডল পাড়াস্থ মৃত আলতাজ এর ছেলে মোঃ মতিন(৫৮), জীয়ানগর গ্রামস্থ মৃত জমসেদ আলীর ছেলে মোঃ শহীদ রানা(২৩), গোমস্তপুর উপজেলার রহনপুর কাঞ্চনতলা গ্রামস্থ মৃত নজরুল ইসলাম এর ছেলে মোঃ তহুরুল(৩০), রাজশাহী চন্দ্রীমা উপজেলার আসাম কলোনী বউবাজারস্থ মৃত রফিজ উদ্দিন এর ছেলে মোঃ মিজান (৩২) দেরকে ৫৫ পিস ইয়াবা এবং ২০ গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়। পরে মোবাইল কোর্টে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ আসাদুজ্জামান আসামী মোঃ মিজান কে ১৫ দিনের বি...
ধর্ষনের কোন দেশে কি আইন.....? প্রকাশিত : ১৫/০৭/২০১৯, সময় : ০৬:১৫pm চীন : ধর্ষণ আমাদের দেশে একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে ধর্ষণের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। আসুন জেনে নেই এমন কয়েকটি দেশের কথা। চীনে ধর্ষণের শাস্তি বলতেই সরাসরি মৃত্যুদণ্ড। তবে কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে ধর্ষককে যৌনাঙ্গ কেটে দেয়া হয়। ফ্রান্স : ফ্রান্সে ধর্ষণের শাস্তি অন্তত ১৫ বছরের কারাদণ্ড, সঙ্গে শারীরিক নির্যাতন। ভিকটিমের ক্ষতি কতটা গুরুতর, তার ওপর নির্ভর করে ধর্ষকের সাজা বাড়িয়ে ৩০ বছর থেকে আমৃত্যু কারাদণ্ড পর্যন্তও করা হতে পারে। রাশিয়া : রাশিয়ায় ধর্ষণের শাস্তি কমপক্ষে ৩ বছরের কারাদণ্ড। ভিকটিমের ক্ষতি কতটা গুরুতর, তার ওপর নির্ভর করে ধর্ষকের সাজা বাড়িয়ে ৩০ বছর পর্যন্ত করা হতে পারে। গ্রিস : গ্রিসে কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে তার একমাত্র শাস্তি আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড। সৌদি আরব : সৌদি আরবে কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে রায় ঘোষণার কিছুদিনের মধ্যেই জনসম্মুখে শিরশ্ছেদ কর...
Comments