৮৪১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে র‌্যাব ৫

প্রকাশিত : ২৮/০৬/১৯, সময় : ১০:৪০


নিউজ ডেস্ক : চাঁপাই প্রতিদিন নিউজ

মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ এবং র‌্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় আমরা মাদকের বিরুদ্ধে গত ০৪ মে ২০১৮ তারিখ হতে বিশেষ অভিযান শুরু করেছি। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক এর নেতৃত্বে গত ২৭ জুন ২০১৯ ইং তারিখ রাত্রী ০৯০০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রসুলপুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে, আমদানীকৃত নিষিদ্ধ ৮৪১৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আসামী ১ । মোঃ মনিরুল ইসলাম (৩৬), পিতা মোঃ আব্দুল হাকিম, সাং-চরপাঁকা, ২। মোঃ রুবেল মিয়া (২০) পিতা মোঃ আফজাল হোসেন,  সাং-চরপাঁকা বিশরশিয়া, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবস্বায়ীদয় জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে।

এই অভিযানে উদ্ধারকৃত মালামালঃ (ক) ইয়াবা ট্যাবলেট-৮৪১৭ পিস,(খ) মাদক বিক্রয়ে ব্যবহৃত মোবাইল-০২ টি,(গ) সিম -০৩ টি,  (ঘ) মেমোরী কার্ড -০১ টি,(ঙ) মোটর সাইকেল -০১ টি।

র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
মাদকমুক্ত দেশ গড়ুন।

Comments

Popular posts from this blog