বারোঘরিয়া মহানন্দা সেতু সংলগ্ন টোলঘর এ ৬৩৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ৩.......!
প্রকাশিত : ০৪/০৭/২০১৯, সময় ১০:০৫
৬৩৫ বোতল ফেন্সিডিলসহ ৩ জন গ্রেফতার, পিকআপ ও প্রাইভেটকার জব্দ।
০৪/০৭/১৯ সকাল ০৭:৩০ ঘটিকায় সদর থানাধীন রেহাইচরস্থ টোলঘরের সামনে ডিবির একটি দল চেকপোস্ট ডিউটি করাকালে একটি পিকআপ গাড়ী তল্লাশী করে আমভর্তি ০৮ টি ক্যারেটে মোট ৫৬০(পাঁচশত ষাট) বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং
আসামী ১। আরমান শেখ (২৮), পিতা জামাল শেখ, মহারাজপুর, সদর চাঁপাইনবাবগঞ্জ ২। রাসেল (২০), পিতা আজিজল ইসলাম, চরফ্যাশন বাসস্ট্যান্ড, ভোলা সদর, ভোলা দ্বয়কে গ্রেফতার করে এবং আসামী সোহেল (২৪), পিতা-মৃত শহিদুল ইসলাম, মালশা পাড়া, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জকে একটি প্রাইভেটকার এর মধ্যে ৭৫ বোতল ফেনসিডিলসহ শিবগন্জ থানা গ্রেফতার করে।
Comments