চাঁপাইনবাবগঞ্জ এ মাদকদ্রব্য ও বিস্ফোরক ধ্বংস....
প্রকাশিত : ১০/০৭/২০১৯, সময় : ১০:৫৫pm
চাঁপাইনবাবগঞ্জে আদালতের নির্দেশে তদন্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার আলামত হিসেবে জব্দকৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও বিস্ফোরক ধ্বংস করা হয়েছে। এসবের নমুনা রেখে ধ্বংস করা হয়। বুধবার বিকেলে আদালত চত্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আবু কাহারের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ও রোলার দিয়ে পিষে এসব ধ্বংস করা হয়। একই সময় র্যাবের বোমা নিষ্ক্রীয়করণ দল মাটিতে পুঁতে বিস্ফোরক নিষ্ক্রীয় করে।
Comments