রামকৃষ্ণপুর ফেরিঘাটে ৫০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০২ ।
প্রকাশিত : ১৬/০৭/২০১৯, সময় : ০৯:৫০pm
জেলা গোয়েন্দা শাখা কতৃক আসামী (১)বাবু (২৫) পিতা ছবু সাং চরপাকা, (২) রবিউল (৩০) পিতা মৃত মনসুর, সাং সুন্দরপুর বাগডাঙ্গা দ্বয়কে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রামকৃষ্ণপুর সোনারপাড়া ফেরিঘাটে ১৬/০৭/১৯ তারিখ ১৯.১০ ঘটিকায় গ্রেপ্তার করে।
Comments