র‌্যাব-৫ এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও গাঁজার গাছসহ ০৫ জন গ্রেফতার।

প্রকাশিত : ০৬/০৯/২০১৯, সময় : ১০:০৫পি.এম


র‌্যাব-৫ এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও গাঁজার গাছসহ ০৫ জন গ্রেফতার।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে গত ০৪/০৯/২০১৯ ইং তারিখ দুপুর ০২:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর ইউনিয়নস্থ মচকোল গ্রামস্থ সোনাচন্ডি হতে রহনপুরগামী পাকা রাস্তার উত্তর পাশে জনৈক তৈমুর মেম্বার এর আমবাগানের দক্ষিনে অভিযান পরিচালনা করে।

অভিযানে,(ক) গাঁজা- ১০ কেজি ১০০ গ্রাম , (খ) মোবাইল ফোন-০২ টি  এবং (গ) সীমকার্ড-০৪টি সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মনিরুল ইসলাম (২৭), পিতা-মোঃ মোস্তফা, সাং-সোনাপুর, থানা-নিয়ামতপুর, জেলা- নওগাঁ ২। মোঃ আব্দুস সামাদ (৩২), পিতা-মৃত আব্দুল হাই, সাং- হাসানপুর, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ  ৩। মোঃ আব্দুল আলীম (১৯), পিতা-মোঃ আমিরুল ইসলাম, সাং- আলমপুর, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অপরদিকে, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে একই দিনে ০৪ সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় নাটোর জেলার লালপুর থানাধীন চরজাজিয়া বিলমারিয়া চরে অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে,(ক) ৪০ (চল্লিশ) কেজি গাঁজার গাছ, (খ) মোবাইল ফোন ০২ (দুই) টি, (গ) সিম কার্ড ০৪ (চার) টি, (ঘ) মেমোরী কার্ড -০১ (এক) টি সহ আসামী ১। শের মোহাম্মদ @ হামান মন্ডল (৪০), পিতা- মৃত সাত্তার মন্ডল, সাং- পলাশবাড়ি, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী, ২। মোঃ আব্দুল কাদের খামারু (৩৫), পিতা- মৃত আব্দুল খামারু, সাং- রামকৃষ্ণপুর, থানা-লালপুর, জেলা-নাটোরদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।

র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
মাদক-কে না বলুন।

Comments

Popular posts from this blog