Posts

Showing posts from August, 2019
Image
১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা সেবা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   প্রকাশিত : ২৯/০৮/২০১৯, সময় : ১০:০৫.পি,এম cp-news ডেস্ক :  রোগীদের মতো ১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা সেবা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল আটটায় রাজধানীর শেরে-বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল যান প্রধানমন্ত্রী। এরপর ১০ টাকার টিকিট কেটে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা নেন তিনি। চিকিৎসা সেবা নেওয়ার পাশাপাশি হাসপাতালের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান শেখ হাসিনা। এর আগেও দুইবার নিজে টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। গত ১৯ এপ্রিল শেরে-বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে ডাক্তার দেখান শেখ হাসিনা। এছাড়া ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে পাঁচ টাকার নির্ধারিত টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন প্রধানমন্ত্রী।
Image
কোরবানীর চামড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত : ১৪/০৮/২০১৯, সময় : ১২:৫৫এ,এম অনেকে লিখছে- “কোরবানীর চামড়া মাটির নিচে পুতে ফেলুন”। আমার মনে হয়- এটা ভুল সিদ্ধান্ত। আমার জানা মতে ইসলাম ধর্ম মতে কোরবানীর চামড়া খাওয়া নিষিদ্ধ নয়, অনেক এলাকা, বিশেষ করে আফ্রিকা, মালয়েশিয়া-ইন্দোনেশিয়াতে মুসলমানরা পশুর চামড়া খায়। মুসলমানদের জন্য ‘হালাল-হারাম’ বলে একটা বিষয় আছে, আমার অনেক মুসলমান বন্ধুর সাথে আলাপ করে জেনেছি, তাদের ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে কোরবানীর পশুর ৮টি জিনিসকে নিষিদ্ধ (হারাম) বলা হয়েছে, সেই তালিকায় কিন্তু চামড়া নেই। আসলে বাংলাদেশের মানুষের মধ্যে চামড়া খাওয়ার কালচার গড়ে উঠেনি বলেই, এদেশে ট্যানারি শিল্প এত দ্রুত বেড়ে উঠেছে। অপরদিকে অন্য মুসলমান দেশগুলো চামড়া খেয়ে ফেলায় বিধায়, তাদের দেশের ট্যানারি শিল্প অত বেশি প্রসার লাভ করেনি। তবে হা তারাও চামড়ার ট্যানারি নিয়ে কিছু কাজ করে, কিন্তু সেটা অন্য কোন উপায়ে মৃত পশুর চামড়া, ধর্মীয় উপায়ে জবাই করার পশুর চামড়া নয়। চামড়া খায় কিভাবে ? হ্যা চামড়া খাওয়া যায়। উচ্চতাপমাত্রা বা গরম পানিতে চামড়া ডুবিয়ে দিলে পশমগুলো উঠে আসে, তখন পুরো চামড়...
Image
বারঘরিয়া কাজীপাড়ার (সাফি) নামের এক যুবকের নদীতে ডুবে মৃত্যু প্রকাশিত : ১২/০৮/২০১৯, সময় : ১১.০০এ.এম বারঘরিয়াই মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু   চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া নদীতে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত যুবক সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড  কাজীপাড়া এলাকার মাহাবুবুর রহমানের ছেলে সেফাউর রহমান সাফি (২৫)। এ বিষয়ে বারোঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের স্থানীয়দের বরাত দিয়ে জানান, মাহাবুবুর রহমানের ছেলে সাফি আজ সোমবার সকাল ৭ টায় বাড়ি থেকে বের হয় নদীতে গোসল করার উদ্দেশ্যে। এরপর সে বারোঘরিয়া বাজার এলাকায় অবস্থিত অগ্রণী ব্যাংকের পেছনের ঘাটে গোসল করতে নামলে এক সময় সে তলিয়ে যেতে থাকে এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এ সময় নদীতে গোসল করতে থাকা স্থানীয়রা শত চেষ্টা করেও সাফিকে খুঁজে না পাওয়ায় স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ৩ সদস্যের একটি দল এক ঘন্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টায় মহানন্দা নদীর গভীর থেকে সাফির মরদেহ উদ্ধার করে। পরে তার পরিবারের কাছে ...
Image
শিবগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ (০১) জন গ্ৰেফতার প্রকাশিত : ০৬/০৮/২০১৯, সময় : ০৬:৪০পি,এম অদ্য ৬/০৮/২০১৯ তারিখ ১৬:৩০ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন কানসাট বাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড এর নিকটে আসামী মো. নাসির হোসেন, পিতা- মো. মোজাম্মেল , শিবনগর , শিবগঞ্জকে ৭৫০ গ্রাম গাঁজা, ২০০ পিস ইয়াবা, ২৫ টি ফেন্সিডিল ও একটি গাঁজার গাছসহ গ্রেফতার করা হয়।
Image
শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ (০১) জন গ্ৰেফতার.... প্রকাশিত : ০৫ আগষ্ট ২০১৯, সময় : ০১:৫৫এ,এম আসামি মোঃ সেকেন্দার আলী ওরফে সেকেন (৪২) পিতা- মোঃ শামসুদ্দীন ওরফে পানু গ্রাম- কয়লাবাড়ি পূর্বপাড়া থানা- শিবগঞ্জ,জেলা- চাঁপাইনবাবগঞ্জকে শিবগঞ্জ থানার কয়লা বাড়ি সাকিনের টিয়োর জোলা নামক স্থানে মোহাম্মদ আজিজুল ইসলাম পালু এর লীজকৃত পুকুর পাড়ের যোগান ঘরের মধ্যে একটি বিদেশী পিস্তল দুই রাউন্ড গুলি ম্যাগাজিনে লোড করা অবস্থায় ০৪/৮/২০১৯ ইং তারিখ রাত্রি ০২ঃ০৫ ঘটিকায় গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
Image
চাঁপাইনবাবগঞ্জে (০৩) জনের মৃত্যুদণ্ড ও (০৪) জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রকাশিত : ০৫ আগষ্ট ২০১৯, সময় : ০১:৩৫এ,এম পরকীয় প্রেমের ঘটনায় স্বামী খুন। ০৩ (তিন) জনের মৃতুদন্ড ও ০৪ (চার) জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ। মামলা তদন্তে জেলা পুলিশের সফলতা। দায়রা মামলা নং ২৬৭/১৭ জি আর ৯৯/১৫( শিব) ধারা ৩০২/৩৪ পেনাল কোড( এজাহারনামীয় আসামী অজানা)।   তদন্তে প্রাপ্ত  মৃতুদন্ড আদেশপ্রাপ্ত আসামী ১।মোঃ বাচ্চু পিতা- মেনশাদ ২। জামাল পিতা-বাহার আলী ৩। হযরত পিতা-সাত্তার সর্বসাং মহেশপুর   এবং যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামী ৪। সাহেরা স্বামী মৃত বাবু ৫। আসলাম পিতা মৃত রবু ৬। মহবুল পিতা আলাউদ্দীন ৭। মিটুল পিতা মংলু সর্বসাং পরানপুর সর্বথানা-শিবগনজ জেলা-চাঁপাই নবাবগঞ্জ। রায় প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী সাহেব।  আসামীরা সবাই জেল হাজত আটক আছে। পরকীয় প্রেমে কারনে স্ত্রী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাহেরা অন্য ০৬ জনকে নিয়ে স্বামী ভিকটিম বাবু প্রকাশ রাকিবকে গত ২৯/৩/২০১৫ ইং দিবাগত রাতে খুন করে পুরানপুর গ্রাম সংলগ্ন মহনন্দা নদীতে লাশ ফেলে দেয়।
Image
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় (০১) জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রকাশিত ০৪ আগষ্ট ২০১৯, সময় : ৩:৫০পি,এম মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড। ০১ কেজি ৫৫০ গ্রাম হেরোইনের মামলায় ( সদর  থানার মামলা নং ৩৯ তারিখ ২০/১০/১৭, জি আর ৬১২/১৭, সেশন ৪১৭/১৮) আসামী মোজাম্মেল হক ওরফে কালু মেম্বার (৫৫)পিতা মৃত গিয়াস উদ্দিন সাং বাররশিয়া থানা-চাঁপাই নবাবগঞ্জকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী সাহেব। মামলার বাদী Rab, আই ও পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম।
Image
র‌্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক প্রকাশিত : ০৪ আগষ্ট ২০১৯, সময় : ০৩:৩৫পি,এম র‌্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।         গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক গত ০৩ আগষ্ট ২০১৯ইং রাত্রি ১০.৩০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানার বাদুরিয়া এলাকায় অপারেশন পরিচালনা করে। অভিযানে, মাদক ব্যবসায়ী মোঃ মুরাদ হোসেন মামুন (৩৬) পিতা- মোঃ আঃ জলিল সাং-পাশেন্দি ,থানা- চারঘাট, জেলাঃ রাজশাহী’কে (ক) ৩০৬ বোতল ফেন্সিডিল (খ) ০১টি মোবাইল (গ) ০২টি সীমসহ হাতেনাতে আটক করে র‌্যাব। র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন। মাদক-কে না বলুন।
Image
শিবগঞ্জে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ১৩২০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার (০১) এক । প্রকাশিত : ০৩/০৮/২০১৯, সময় : ১১:১৫পি,এম শিবগঞ্জে র‌্যাবের মাদকবিরোধী অভিযান; ১৩২০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার এক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেখটোলা জোতবিনোদ এলাকায় অভিযান চালিয়ে শনিবার ১৩ হাজার ২০৫ পিস ইয়াবাসহ মো. মিলন আলী (২০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত ব্যক্তি ওই উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মো. কেতাবুর আলীর ছেলে। র‌্যাব-৫, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলা জোতবিনোদ এলাকায় রাস্তার পাশে একজন ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল শনিবার দুপুর ২টার দিকে সেখানে অভিযান চালিয়ে মো. মিলনকে গ্রেফতার করেন। এসময় গ্রেফতারকৃত মিলনের কাছ থেকে ১৩ হাজার ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
Image
অবশেষে বারঘরিয়া'র জুয়ার ক্লাব রাইজিং স্পোটিং বন্ধ করে দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা । প্রকাশিত : ০৩ আগষ্ট ২০১৯, সময় : ০৯:৫০পি,এম বারঘরিয়া ইউনিয়ন পরিষদ রাইজিং স্পটিং ক্লাবে প্রতিদিন চলছে জুয়ার আসর। বারঘরিয়া নতুন বাজার স্কুলের পাশেই "রাইজিং স্পটিং ক্লাবে প্রতিদিন চলছে জুয়ার আসর। এই  ক্লাবের কোন অনুমোদন দেওয়া হয় নাই আজ পর্যন্ত। এলাকাবাসীর তথ্য মতে বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর কাছে দোকানের কথা বলে নিবন্ধন করানো হয়েছে বলে জানা যায়। কিন্তু পরে ক্লাবের কথা বলে অনুমান নিয়ে  জুয়ার আসর বসে প্রতিদিন।  এই ক্লাবের সভাপতি - বারঘরিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর আনারুল ইসলাম এর ছেলে মোহাম্মদ সেলিম রেজা। ২০১৮ সালে ক্লাব'টি এলাকা বাসীর অর্থায়নে নির্মাণ করা হয়।   সঠিক ভাবে ক্লাব পরিচালনা না করে নিজ স্বার্থের জন্য সেখানে প্রতিদিন জুয়ার আসর বসানো হয় জুয়ার আসর, যা সমাজের জন্য অনেক বড় হুমকি হয়ে দাড়িয়েছে।   প্রতিদিন রাত ২'টা থেকে ৩'টা পর্যন্ত   রাইজিং স্পটিং ক্লাবে  জুয়ার আসর বসে। এলাকাবাসী বলছে পুলিশ যায় কিন্তু...
Image
ডিএনসি'র অভিযানে ৮০০ বোতল ফেন্সিডিলসহ (০১) জন গ্ৰেফতার প্রকাশিত : ০৩ আগষ্ট ২০১৯, সময় : ০৮:৫৫pm অদ্য ০৩ আগষ্ট ২০১৯ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ টীম কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন তেলকুপি এলাকা হতে ৮০০ বোতল ফেনসিডিলসহ মোঃ শাজাহান ( ৩৮) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার,, ,
Image
চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদণ্ড । প্রকাশিত : ০২/০৮/২০১৯, সময় : ০৭:৪০pm চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৩জনের সাজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ৩জনকে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসা. খাদিজা বেগম। সাজাপ্রাপ্তরা হচ্ছে, সদর উপজেলার ১নং কলোনী গ্রামস্থ মো. মতিউর রহমানের ছেলে মো. মিজানুর রহমান সনি (২৩), একই এলাকার মো. লালচানের ছেলে মো. পলাশ(২৬) এবং আরামবাগ গ্রামস্থ মৃত মহিউদ্দিনের ছেলে মোঃ হুমায়ন(৫০)।
Image
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রকাশিত : ০২/০৮/২০১৯, সময় : ০৭:১৫pm র‌্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি আভিযানিক দল কর্তৃক গত ০১ আগষ্ট/২০১৯ইং রাএী আনুমানিক ০৮.৪৫ ঘটিকায় রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানার  বালিয়া মন্টুর ঢাল সোনার বলিয়া ক্লাব এলাকায় অপারেশন পরিচালনা করে। অভিযানে,আসামী মোঃ রেন্টু (৪০) পিং- মৃত শামসুল হুদা সাং-প্রেমতলী ,থানা- গোদাগাড়ী, জেলাঃ রাজশাহী  এর হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত (ক) ৫০০ পিচ ইয়বা ট্যাবলেট (খ) ০১ মোবাইল (গ) ০১ সীমসহ আটক করা হয়। র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন। মাদক মুক্ত দেশ গড়ুন ।।