Posts

Showing posts from April, 2019
Image
শিবগঞ্জে ফেনসিডিলসহ গ্রেফতার ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকায় অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেনসিডিলসহ শ্রী আশিক মন্ডল অসিত (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের মৃত বীরেন মন্ডলের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা মনাকষা গ্রামে মনাকষা-খাসেরহাটগামী পাকা রাস্তার পূর্ব পাশে দুজন ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৯-০৪-২০১৯) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল ওই স্থানে দ্রুত অভিযান চালায়। অভিযানে শ্রী আশিক মন্ডল অসিতকে ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৯৫ বোতল ফেনসিডিল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিলের মূল্য ১ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা। র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
Image
ব্রেকিং নিউজ চাঁপাইনবাবগঞ্জ এর বারোঘরিয়া নীল কুটির মাঠে অবস্থিত মুন ভাটা ও গোল্ড ভাটার সামনে ক্রসফায়ার এ নিহত ১ আলোচিত আরজু হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ ১৯ টি মামলার পলাতক আসামী চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ সন্ত্রাসী বাঘা (৩৫)পিতামৃত শাহাবুদ্দিন সাং  চুনাখালী থানা-চাঁপাইনবাবগঞ্জকে অদ্য ৩০/৪/২০১৯ বিকাল ০৪ঃ০০ ঘটিকায় তার বাড়ি হইতে আটক করে সদর থানা পুলিশ। পরবর্তীতে তার সহযোগীদের গ্রেফতারের জন্য তাকে নিয়ে বারঘরিয়া পুলপাড়া অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশের উপর হামলা করে। সে পালানোর চেষ্টা করে। পুলিশ বাধ্য হয়ে শর্টগানের গুলি ছোড়ে এবং  বাঘা গুলিতে আহত হয়। ৩ জন পুলিশ সদস্য আহত হয়। পরে বাঘাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাঘা মারা যায়।   ঘটনাস্হলে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি এবং ৪ টি হাসুয়া উদ্ধার।
Image
চাঁপাইনবাবগঞ্জে এমপি হারুন ও আমিনুল সহ ৪ এমপি শপথ নেয়ায় আনন্দ মিছিল বিশেষ প্রতিনিধিঃ অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষে একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করায় চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হারুনুর রশিদ স্পিকারের কাছ থেকে শপথ গ্রহণ শেষ হলেই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি কার্যালয় হতে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতির নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সদর উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর আহসান হাবীব, মইদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সারোয়ার জাহান, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি সামিরুল ইসলাম পলাশ, সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, পৌর ছাত্রদলের মীম ফজলে আজিম প্রমুখ।
Image
অবশেষে শপথ নিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুন আমিনুল সহ ৪ জন স্টাফ রির্পোটারঃ  সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত আরও চার সংসদ সদস্য শপথগ্রহণ করেছেন। এর ফলে একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া দলটি থেকে নির্বাচিত বাকি সবাই শপথগ্রহণ করলেন। শপথ নেয়া চারজন হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া এবং বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন। সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারা। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভোট কারচুপির অভিযোগ তুলে বিএনপি শপথ না নেওয়ার ঘোষণা দিলেও গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ শপথগ্রহণ করেন। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ ন...
Image
সংসদে যোগ দিয়েই শেখ হাসিনাকে ‘আমার নেত্রী’ বললেন বিএনপির হারুন সংসদে অধিবেশনে যোগ দিয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চাইলেন দলটির সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আমার নেত্রী’ বলেও সম্বোধন করেন তিনি। সংসদ অধিবেশনে তিনি বলেন, ‘আমার নেত্রীকে (শেখ হাসিনা) অনুরোধ করব, অবিলম্বে বিষয়টার (খালেদার মুক্তি) কার্যকরের ব্যবস্থা গ্রহণ করুন। আমরা আশা করি আদালত যদি স্বাধীনভাবে চলতে পারে, ওখানে যারা আছেন তারা যদি স্বাধীনভাবে কাজ করতে পারেন, তাহলে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কালই জামিন পাবেন। আপনি (শেখ হাসিনা) দ্রুত ব্যবস্থা করুন।’ সোমবার (২৯ এপ্রিল) রাতে একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের চতুর্থ কার্য দিবসে কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় প্রস্তাব (সাধারণ) এর ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ‘দেশের নিম্ন আদালত থেকে জঘন্যতম মামলা জামিন পাচ্ছে। অথচ আমাদের নেত্রীর জামিন হচ্ছে না। তাই সংসদ নেতার প্রতি বিশেষভাবে অনুরোধ করব আপনি বিশেষ করে উনি হুইল চেয়ারে চলাচল করছেন। ওনার জেলাখানায় থাক...
Image
চাঁপাইনবাবগঞ্জে ওয়ার্ড সদস্য ও চেয়ারম্যান দ্বন্দ্বে ৪ মাস যাবৎ ভিজিডি কার্ডের চাল বিতরণ বন্ধ চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়ন পরিষদে ৪ মাস যাবৎ ১৩০টি ভিজিডি কার্ডের সরকারি বরাদ্ধের চাল না দেয়া, স্বেচ্ছাচারিতা ও হয়রানীর সুবিচার প্রার্থনা করে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের নিকট গত ২১ এপ্রিল ও পরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব বরাবর অভিযোগ দায়ের করেছেন ৪নং বারঘরিয়ার ইউনিয়ন পরিষদের বাসিন্দা আব্দুস সামাদসহ ২২৫ জন নাগরিক। গত ১০ ফেব্রুয়ারী’১৯ রোববার অভিযোগটি করা হয়। এর আগে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও দুর্নীতি দমন কমিশন বরাবরও অভিযোগ দেয়া হয় চেয়ারম্যান আবুল খায়েরের বিরুদ্ধে। এ ছাড়াও বিভিন্ন দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার অভিযোগে ২ নং ওয়ার্ড সদস্য মো. আল-আমিন ১৩ জানুয়ারি ইউএনও বরাবর সবকিছু জানিয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এ ছাড়াও পরিষদের বাক্কার চৌকিদার, রমিজ চৌকিদার, আহাদ দফাদার নানা রকমভাবে হুমকি দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে। ৪ মাস যাবৎ ভিজিডি কার্ডের সরকারি বরাদ্ধের চাল না দেয়া প্রসঙ্গে জানতে চাইলে এলাক...
Image
র‌্যাবের অভিযানে রাজশাহীতে ৯৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ শিক্ষা নগরী রাজশাহীর পুঠিয়ায় শনিবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে ২৮ এপ্রিল রবিবার বিপুল পরিমান গাঁজাসহ ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহী সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডারের নের্তৃত্বে রাজশাহী জেলার পুঠিয়া বাজারে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৯৬ কেজি গাঁজাসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় নগদ ১০ হাজার ৬০০ টাকাও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা চট্টগ্রাম জেলার চাকতাই ভাঙ্গাপোল উপজেলার বাকুলিয়ার আবুল হোসেনের ছেলে মিরাজ (৩৩), কুমিল্লা জেলার সোনাকান্দা উপজেলার মুরাদনগরের মৃত বাবুলের ছেলে সোহেল (৩০) ও নওগাঁ জেলার কুসুমবাগ উপজেলার মান্দার মুনসুরের ছেলে মিঠু আলী (২৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানায়। মাদকসহ তাদের থানায় সোপর্দ করা হয়েছে
Image
হারানো বিগপ্তি  রাজশাহি শেখপাড়া নতুন বাস ষ্টান থেকে এই ব্যাক্তিটি আজ সকাল 7টা থেকে নিখোজ হয়েছে। ব্যাক্তিটির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা। বর্তমানে মুখে হালকা দাড়ি আছে।পরনে ঘিয়া কালারের ফোতুয়া আর সাদা লুঙ্গি ছিল। যদি কেউ দেখতে পান তাহলে যোগাযোগ করুন  01742334945 /
Image
রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন ‘বনলতা’র উদ্বোধন রাজশাহী-ঢাকা রুটে চালু হলো বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় রাজশাহী রেলস্টেশনে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রেলকর্মীরা রাজশাহী স্টেশনে ফুল ও বিভিন্ন রঙের পাতলা কাপড় দিয়ে ট্রেনটি সাজায়। প্রথম দিন ট্রেনটিতে ভ্রমণে কোনো টিকিট লাগবে না বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চল রেলসূত্রে জানা গেছে, বনলতায় থাকছে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১২টি নতুন কোচ। এর মধ্যে শোভন চেয়ার কোচ ৭টি, আসন সংখ্যা ৬৬৪টি। এসি চেয়ার কোচ দুটি, আসন সংখ্যা ১৬০টি। একটি পাওয়ার কোচে আসন সংখ্যা ১৬টি। দুটি গার্ডব্রেকের আসন সংখ্যা ১০৮টি। মোট আসন সংখ্যা ৯৪৮টি। শোভন চেয়ারের ভাড়া ৫২৫ টাকা ও এসি চেয়ার বা স্নিগ্ধার শ্রেণির ভাড়া রাখা হয়েছে ৮৭৫ টাকা। এই ভাড়া মধ্যে ১৫০ টাকা খাবার বাবদ রাখা হয়েছে। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কোচগুলো ঘন্টায় ১৪০ কিলোমিটার বেগে চলতে সক্ষম হলেও, রেললাইন তেমন ভালো না থাকায় ট...
Image
     ৮ বছর পর আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণায় উচ্ছসিত চাঁপাইনবাবগঞ্জবাসী চাঁপাই প্রতিদিন : ৮ বছর পর প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেস চালুর ঘোষণা দেয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী উচ্ছাস প্রকাশ করেছেন। ২০১১ সালের ২৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী সরাসরি আন্তঃনগর ট্রেন চালু করার প্রতিশ্রুতি দেন। এরপর সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের ঐকান্তিক প্রচেষ্টায় রেললাইন সংস্কার, আমনুরা বাইপাস রেল স্টেশন নির্মাণসহ চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে অবকাঠামোগত উন্নয়ন করা হয়। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এদিকে, বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী থেকে বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেন উদ্বোধনের ঘোষণার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন চালুর ঘোষণা দেন। এ ঘোষণার পরপরই জেলার সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেন। পরে, সদর উপজেলা আওয়ামীলীগের ব্যানারে চ...
Image
চাঁপাইনবাবগঞ্জে আবারো ডিবির অভিযানে ট্রাকসহ ফেন্সিডিল আটক : গ্রেপ্তার ১ স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে বুধবার দিবাগত রাত ২ টার পরে জেলা গোয়েন্দা শাখা ডিবির মাদক বিরোধী অভিযানে ৩২৮ বোতল ফেন্সিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়। যার নম্বর ঢাকা মেট্রো ট-২২-৭৯৯৬। চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহিদ পিপিএম ও এসআই রাশেদুল ইসলাম, বিকাসসহ সঙ্গীয় ফোর্স শিবগঞ্জ উপজেলার ধোবপুকুরে অবস্থিত মেসার্স রাকিব এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের সামনে থেকে ট্রাকে তল্লাসী চালিয়ে ৩২৮ বোতল ফেন্সিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘির মো. কালুর ছেলে মো. ইদুল (৩৬)। প্রাথমিক ডিবির জিজ্ঞাসাবাদে ইদুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন বলে স্বীকার করেন।  অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার আরো জানান, জেলায় মাদক সেবন, বিক্রি ও পাচার বন্ধ করতে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম’র কড়া নির্দেশনা আছে...
Image
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ গ্রেপ্তার ১ প্রকাশিত:  ২৫-০৪-২০১৯, সময়: ১১.২৫ এ এম নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :  চাঁপাইনবাবগঞ্জে বুধবার সন্ধ্যা ৬ টার দিকে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাশেদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সন্ধ্যায় পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোটাপাড়ার নজরুল ইসলামের ছেলে বাদশা (৩৭)। গ্রেপ্তারকৃত বাদশার বিরুদ্ধে পূর্বের মাদক মামলাও চলমান রয়েছে। অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার আরো জানান, জেলায় মাদক সেবন ও বিক্রি বন্ধ করতে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম’র কড়া নির্দেশনা আছে। সে মোতাবেক পুলিশ এবং গোয়েন্দা পুলিশ সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছেন মাদকের ভয়াল বিস্তার রোধ করতে।
Image
কাল বন্ধ হচ্ছে গ্রাহকের ১৫টির বেশি সিম প্রকাশিত : ১১.১৫ পি এম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে নিবন্ধনকৃত ১৫টির বেশি সিম নিষ্ক্রিয় হয়ে যাবে আগামী ২৫ এপ্রিল মধ্যরাতে (রাত ১২টার পর)। তবে করপোরেট গ্রাহকের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, পাঁচটি অপারেটরের ২০ লাখ ৪৯ হাজার সিম ওই রাতে নিষ্ক্রিয় করা হবে। এক এনআইডির বিপরীতে অসংখ্য সিম নিয়ে অপরাধ প্রবণতা থেকে মুক্ত রাখতে অতিরিক্ত সিম বন্ধ করা হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পর সব গ্রাহকের তথ্য বিটিআরসির কাছে রক্ষিত আছে। কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারের মাধ্যমে জানা যাচ্ছে কার কাছে কতটি সিম রয়েছে। এতে অপরাধ প্রবণতা কমে এসেছে বলে দাবি করছে সরকার। বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খান জানান, ২৫ এপ্রিল মধ্যরাত থেকে এক এনআইডির অতিরিক্ত সিম নিষ্ক্রিয় হয়ে যাবে। বিটিআরসি জানায়, অতিরিক্ত সিমের মধ্যে গ্রামীণফোনের চার লাখ ৬১ হাজার, বাংলালিংকের চার লাখ ৫৫ হাজার, রবি’র চার লাখ ১৯ হাজার এবং টেলিটকের ...
Image
  দুর্গাপুরে গাঁজাসহ ব্যবসায়ী আটক                                   ছবি : চাঁপাই প্রতিদিন....          দুর্গাপুর প্রতিনিধি:  নেত্রকোণার দুর্গাপুরে ৫ কেজি গাঁজাসহ শাহজাহান মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আজ বুধবার দিবাগত রাতে উপজেলার গাঁওকান্দিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহজাহান মিয়া উপজেলার গাঁওকান্দিয়া ইউপির মৃত আব্দুল মজিদের ছেলে। দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাঁওকান্দিয়া বাজারের পাশ থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Image
র‌্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।                                           ছবি : চাঁপাই প্রতিদিন র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডারের নের্তৃত্বে একটি আভিযানিক দল কর্তৃক গত ২২ এপ্রিল ২০১৯ তারিখ রাত্রি ০৮.৫৫ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাদুরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে, মাদক ব্যবসায়ী মোঃ আবু তালেব (৩৫), পিতা-মৃতঃ বানু মন্ডল, সাং-বেলপুকুর থানা-বেলপুকুর, রাজশাহী মহানগর’কে আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ আবু তালেব এর নিকট থেকে ২৫৩ (দুইশত তেপ্পান্ন) বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন। মাদক-কে না বলুন।
Image
গোমস্তাপুরে ফেনসিডিলসহ একজন আটক 24 April, 2019                                  ছবি : চাঁপাই প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২২০ বোতল ফেনসিডিলসহ রায়হান (২১) নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে চৌডালা ব্রিজ থেকে তাকে আটক করা হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে চৌডালা ব্রিজে অভিযান চালিয়ে ভোলাহাট উপজেলার কালিনগর গ্রামের মো. মাইনুল ইসলামের ছেলে রায়হানকে ২২০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Image
চাঁপাইনবাবগঞ্জে ৩০০০ কৃষকের মাঝে আউস বীজ ও রাসায়নিক সার বিতরণ                                   ছবি : চাঁপাই প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ২০১৯-২০২০ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩০০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে উপশী আউস বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।   মঙ্গলবার বেলা ১১ টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৫০০০ কেজি আউস বীজ, ডিএপি সার ৪৫০০০ কেজি এবং ৩০০০০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।   বিতরণ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে চাঁপাইনবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।  অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান।   পরে, সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩ হাজার কৃষকের মাঝে প্রতিজনকে আউশ বীজ ৫ কেজি, ডিএপি ...
Image
চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন                                            ছবি : চাঁপাই প্রতিদিন নিজস্ব প্রতিবেদকঃ আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে মানববন্ধন করে জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। আজ বুধবার দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি ও সংরক্ষিত নারী সংসদ সদস্যের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করে। ঘন্টাব্যাপী চলা মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বিশিষ্ট সমাজসেবক ও সংস্কৃতি ব্যক্তিত্ব মনিম-উদ-দৌলা চৌধুরী, আইনজীবী ও আ’লীগ নেতা মো. নজরুল ইসলাম, আ’লীগ নেতা এ্যাড মো. মিজানুর রহমান, নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান তোতা, গোলাম শাহনেওয়াজ অপু, জিয়াউর রহমান আরমান, নারী নেত্রী শাকিনা খাতুন পারুল, সাংবাদিক শহিদুল হুদা অলক, ছাত্রনেতা কৌশিক আহম্মেদ, তসিকুল রেজা খান তনু। এসময় একাত্মতা ঘোষনা ক...
Image
২০০ বোতল ফেন্সিডিল সহ গ্ৰেপতার ১ ২৪/০৪/১৯ তারিখ বিশেষ অভিযানে ২২০ বোতল ফেন্সিডিল সহ আসামী মোঃ রায়হান (২১), পিতা-মোঃ মাইনুল, সাং- কালিনগর, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয়।
Image
গণিতে কিছু শর্টকাট টেকনিক শেয়ার করে রাখুন অংকের কিছু শর্টকাটঃ ১. বর্গের অন্তর বা প্রার্থক্য দেওয়া থাকলে, বড় সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে- # টেকনিক ১. বড় সংখ্যা = (বর্গের অন্তর + 1)÷2 # প্রশ্নঃ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 47 হয় তবে বড় সংখ্যাটি কত? # সমাধানঃ বড় সংখ্যা = (47+1)/2=24 (উঃ) ২. দুইটি বর্গের অন্তর বা প্রার্থক্য দেওয়া থাকলে,ছোট সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে- # টেকনিক ২. ছোট সংখ্যাটি = (বর্গের অন্তর - 1)÷2 # প্রশ্নঃ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 33। ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? # সমাধানঃ ছোট সংখ্যাটি = (33-1)÷2=16 (উঃ) ৩. যত বড়....তত ছোট/ তত ছোট....যত বড় উল্লেখ থাকলে সংখ্যা নির্নয়ের ক্ষেত্রে- # টেকনিক ৩. সংখ্যাটি = (প্রদত্তসংখ্যা দুটির যোগফল)÷2 # প্রশ্নঃ একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট। সংখ্যাটি কত? # সমাধানঃ সংখ্যাটি = (742+830)÷2 = 786 (উঃ) ৪. দুইটি সংখ্যার গুনফল এবং একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটি নির্নয়ের ক্ষেত্রে- # টেকনিক ৪. সংখ্যা দুটির গুনফল÷একটি সংখ্যা # প্রশ্নঃ 2টি সংখ্যার গুনফল 2304 একটি সংখ্যা 96 হলে অপর সংখ্যাটি কত?...