
চাঁপাই নবাবগঞ্জ শহরের ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় আলোচিত চুরির ঘটনায় ০৭ ভরি ০৮ আনা স্বর্ন উদ্ধার,মুলহোতা আটক। জেলা গোয়েন্দা শাখা কতৃক চাঁপাই নবাবগঞ্জের ঢাকা বাসস্ট্যান্ড তুহিন পরিবহনের বাস হইতে গত ১৪/১/২০১৯ ইং তারিখ বিকাল ০৫:৫০ ঘটিকায় চুরি হওয়া ২৬ ভরি কারিগরি স্বর্নের মধ্যে গতকাল ২৮/৫/২০১৯ ইং রাত ১০:৩০ ঘটিকায় ০৭ (সাত) ভরি ০৮ (আট) আনা উদ্ধার করে। চুরির ঘটনার মুলহোতা স্বর্ন কারিগর মো:রকি বিশ্বাস (৩০)পিতা-ওসমান গনি বিশ্বাস বর্তমান গ্রাম-মসজিদপাড়া থানা-চাঁপাই নবাবগঞ্জ স্হায়ী ঠিকানা সাং-এলেঙ্গীপাড়া থানা-কুমারখালী জেলা-কুষ্টিয়াকে চাঁপাই স্বর্ন পট্রি হতে গতকাল রাত ১০:০০ ঘটিকায় আটক করে। তার হেফাজত হতে স্বর্ন গুলি উদ্ধার হয়। অভিযান অব্যহত আছে।