Posts

Showing posts from July, 2019
Image
রাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক । প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, সময় : ১২:৫০am বিপুল পরিমান দেশীমদসহ মাদক ব্যবসায়ী আটক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক গত ২৭ জুলাই ২০১৯ ইং তারিখ রাত্রী ১১.৫৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর দক্ষিন নওদাপাড়া এলাকায় অযিান পরিচালনা করে। অভিযানে, মাদক ব্যবসায়ী মোঃ রুহুল আমিন (৩৫) পিতা-মৃতঃ নূর ইসলাম, সাং-বসুয়া অচিনতলা, থানা-রাজপাড়া, জেলা-রাজশাহী মহানগর’কে (ক) ১,৯৭০ (এক হাজার নয়শত সত্তর) বোতল দেশী চোলাইমদ, খ) নগদ ৫০০/-টাকা (গ) একটি মোবাইল (ঘ) একটি সীম সহ হাতেনাতে আটক করে র‌্যাব। র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন। মাদকমুক্ত দেশ গড়ুন।
Image
গোমাস্তাপুরে ইভটিজিং করায় ১১ জন গ্ৰেফতার প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, সময় : ১১:৫৫pm ২৮/০৭/১৯ তারিখ গোমস্তাপুর আব্দুল হামিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে মনোয়ার হোসেনের চায়ের দোকান  হইতে ছাত্রীদের ইভটিজিং করার অভিযোগে ১১ আসামীকে গোমস্তাপুর থানা গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে তাহাদের প্রত্যেককে ১০০০ টাকা করে জরিমানা করে।
Image
চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার (৩) তিনটি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন । প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, সময় : ১১:৩০pm চাঁপাই প্রতিদিন নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ কোটি ৭৫ লাখ টাকার তিনটি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুইটি ওয়ার্ডে ২ কোটি ৭৫ লাখ টাকার তিনটি ড্রেনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে পৌর এলাকার ১০নং ওয়ার্ডের চৌমহনী এলাকায় এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুল কাদির। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ সাইদুর রহমান, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, টিএলসিসি সদস্য ও ক্রীড়াবিদ মোঃ আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ নুরুল ইসলাম মিনহাজ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মমরেজ আল...
Image
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩৩০ বোতল ফেন্সিডিলসহ আটক (০১) এক । প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, সময় : ০৯:২০pm ভোলাহাট আম ফাউন্ডেশনে মোঃ জহিরের আড়ৎ হতে কার্টুন করা অবস্থায় ৩৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ । আমের কার্টুনের মালিক মোঃ মেহেদী হাসান, পিতা- মোঃ আমিনুল ইসলাম, সাং- গোহালবাড়ী, পোস্ট- সন্যাসীতলা, থানা- ভোলাহাট কে গ্রেফতার করা হয়েছে ।
Image
নতুন নিয়মে খুলতে হবে ফেসবুক অ্যাকাউন্ট । প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, সময় : ০৮:১০pm ফেসবুক অ্যাকাউন্ট খুলতে নতুন বাধ্যবাধকতা দেয়া হয়েছে। পরিচয় গোপন করে অ্যাকাউন্ট খোলার বাড়তি সুবিধা ইতিমধ্যে বাতিল করেছে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় এ প্ল্যাটফর্ম। অন্তত একটা প্রোফাইল ছবি ও অ্যাকাউন্টের জন্য বিশেষ কিছু তথ্য যোগ না করলে এখন থেকে অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে না ফেসবুক। এ ছাড়া নতুন বাধ্যবাধকতার কারণে ফেসবুকে মোবাইল নম্বর দিতেই হচ্ছে ব্যবহারকারীকে। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের নামে প্রোফাইলের ছবি ও মোবাইল নম্বর দেওয়া ছাড়া অ্যাকাউন্ট খোলা এখন কঠিন। আইএএনএসের প্রতিবেদনে বলা হয়, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট তৈরি বন্ধ করতে এবং বেনামে হয়রানির আশংকা ঠেকাতে এ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আইএএনএসের এক প্রতিবেদনে আরও বলা হয়, যাদের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাদের জন্য ফেসবুকে প্রোফাইলের বাড়তি তথ্য দেওয়া সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফেসবুকে লগইন করতে গেলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এসব অ্যাকাউন্ট ইউজারদের। যদি এসব অ্যাকাউন্টে মোবাইল নম্বর দেওয়া না থা...
Image
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ৪ জনের কারাদণ্ড । প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, সময় : ০৭:২০pm চাঁপাইনবাবগঞ্জে ৯৪৪ বোতল ফেনসিডিল পাচারের অভিযোগে দায়েরকৃত মামলায় চারজনকে ৫ বছর করে সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাস করে বিণাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রািববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক লিয়াকত আলী মোল্লা আসামীদের উপস্থিতিতে এই দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিতরা হচ্ছে, সদর উপজেলার চরমোহনপুর এলাাকার সাদেকুল ইসলামের ছেলে জিয়াউর রহমান (৩৮), একই এলাকার মৃত. হাবিবুর রহমানের ছেলে মো.মান্নান(৫০), তেররশিয়া গ্রামের রসুল মোহম্মদের ছেলে আজাহার হক সিপার(৩৫) ও জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা চৈমন্ডলের গ্রামের মুনসুর আলীর ছেলে মো. রশিদ(৩৭)। মামলার নথি ও সরকারী আইনজীবী ফেরদৌস আলম ডলার জানান, ২০০৯ সালের ৮’অক্টোবর ভোররাতে সদর উপজেলার চরগ্রাম সাহেরের ঘাট এলাকায় র‌্যাব-৫ রাজশাহী’র অভিযানে ৯৪৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন দন্ডিতরা। এঘটনায় ওইদিনই সদর থানায় মামলা করেন র‌্যাবের তৎকালীন ডিএডি সাহাব উদ্দিন। মামলার তদন্ত কর্মকর্তা ও তৎকালীন র‌্যাব-৫ উপপরিদর্শক(এস...
Image
চাঁপাইনবাবগঞ্জে DNC এর অভিযানে আটক (০৭) সাত ও অর্থ এবং কারাদণ্ড প্রদান । প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, সময় : ০৪:৪০pm মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক ২৮/০৭/২০১৯ তা‌রিখ উপ-পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম-এর নের্তৃত্বে সকাল ০৮.০০ ঘটিকা থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা কালে সদর উপজেলার নামো শংকরবাটি ফতেপুর গ্রামস্থ মোঃ ইসরাফিল হকের ছেলে মোঃ নান্টু(৩২), শংকরবাটি বটতলাহাট  গ্রামস্থ মৃত ইনসান আলীর ছেলে মোঃ আহসান (৪৫),  একই গ্রামস্থ মোঃ আমিনুল ইসলাম এর ছেলে মোঃ হেলাল (৩২), শংকরবাটি মন্ডল পাড়াস্থ মৃত আলতাজ এর ছেলে মোঃ মতিন(৫৮), জীয়ানগর গ্রামস্থ মৃত জমসেদ আলীর ছেলে মোঃ শহীদ রানা(২৩), গোমস্তপুর উপজেলার রহনপুর কাঞ্চনতলা গ্রামস্থ মৃত নজরুল ইসলাম এর ছেলে মোঃ তহুরুল(৩০), রাজশাহী চন্দ্রীমা উপজেলার আসাম কলোনী  বউবাজারস্থ মৃত রফিজ উদ্দিন এর ছেলে মোঃ মিজান (৩২) দেরকে ৫৫ পিস ইয়াবা এবং ২০ গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়। পরে মোবাইল কো‌র্টে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ আসাদুজ্জামান আসামী মোঃ মিজান কে ১৫ দিনের  বি...
Image
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে ডিএনসির অভিযানে আটক (০৪) চার । প্রকাশিত : ২৮/০৭/২০১৯, সময় : ০২:৩০pm চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে শনিবার অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ চার জন ব্যক্তিকে গ্রেফতার করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- জেলার সদর উপজেলার ব্যাহারাপাড়ার মো. আব্দুল লতিফের ছেলে মো. হযরত আলী (৪০), শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. খোকা মিয়ার ছেলে মো. বাসির (২৩), মনাকষা শেখটোলার মো. রবিউল ইসলামের ছেলে মো. রিপন (২০) ও চৌকা মনাকষা গ্রামের শ্রীপতি প্রামানিকের ছেলে শ্রী দিপক প্রামানিক (৫০)। পরে মোবাইল কোর্টে তাদেরকে হাজির করা হলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আসামী মো. রিপনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম আসামী মো. হযরত আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এক্সিকিউটিভ মো. সাইফুল ইসলাম আসামী মো. বাসিরকে ৬ ...
Image
চাঁপাইনবাবগঞ্জে DNC এর অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের অর্থ ও কারাদন্ড । প্রকাশিত : ২০/০৭/২০১৯, সময় : ১২:০৫am চাঁপাইনবাবগঞ্জে গত ৫ দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য সহ ১৩জনকে আটক করেছে । এসময় ২২৮ পিচ ইয়াবা বড়ি ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার ব্যাহারাপাড়ার মো. আব্দুল লতিফের ছেলে মো. হযরত আলী (৪০), শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. খোকা মিয়ার ছেলে মো. বাসির (২৩), মনাকষা শেখটোলা এলাকার মো. রবিউল ইসলামের ছেলে মো. রিপন (২০), চৌকা মনাকষা এলাকার শ্রীপতি প্রামানিকের ছেলে শ্রী দিপক প্রামানিক (৫০), গোমস্তাপুর উপজেলার চৌডালা ফেরিঘাট এলাকার মৃত দিজেন কর্মকারের ছেলে শ্রী রিপন কর্মকার (২৯), দক্ষিণ হাউসনগর গ্রামের মো. ছাত্তার আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৭), সদর উপজেলার গনকা বিদিরপুর এলাকার মো. সাইদুর রহমানের ছেলে মো. আব্দুল মতিন (৩২), পিটিআই বস্তির মৃত লুৎফর রহমানের ছেলে মো. কামাল (৩৫), হুজরাপুর মহল্লাহর মৃত আয়েশ উদ্দীনের ছেলে মো. বরকতউল্লাহ বাবু (৬০), পিটিআই বস্তির মৃত শাহারুল ইসলামের ছে...
Image
চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড়ে ৫০০ পিচ ইয়াবা সহ আটক (০২)দুই । প্রকাশিত : ২৭/০৭/২০১৯, সময় : ০৫:৩৫pm চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ আটক ২ যুবক চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড়ে ৫০০ পিচ ইয়াবাবড়িসহ ২ জন কে আটক করেছে সদর থানা পুলিশ। ওসি অপারেশন মো. ইদ্রিস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় শান্তিমোড়ে অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবা বড়িসহ ২ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মো. বাবু (২৫) ও একই উপজেলার বড়চক দৌলতপুর এলাকার মো. রিমন(১৯)। শনিবার বিকেল ৫ টায় আটককৃতদের সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি ইদ্রিস আলী।
Image
একটা মন্দিরকে ঘিরে রয়েছে এই সাতটি গোপন রহস্য, পড়লে গায়ে কাঁটা দিয়ে উঠবে । প্রকাশিত : ২৬/০৭/২০১৯, সময় : ১০:৪০pm হিন্দুদের অন্যতম তীর্থক্ষেত্র কামাক্ষ্যা মন্দির। নিয়ম রীতি মেনে এখানে দেবী কামাক্ষ্যা পূজিত হন৷ সাধারণ বা দর্শণার্থীদের পাশাপাশি এই মন্দির তন্ত্রসাধকদের কাছে একটি পবিত্র স্থল৷ এই মন্দিরটিকে ঘিরে রয়েছে একাধিক গোপন তথ্য, ৭টি অজানা রহস্য৷ ১) ভারতে ৫২টি সতীপীঠের অন্যতম পীঠ কামাক্ষ্যা৷ অসামে অবস্থিত এই মন্দিরটি অবস্থিত নীলাচল পর্বতের কোলে৷ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮০০ ফুট উপরে রয়েছে এটি৷ গুয়াহাটির পশ্চিমে অবস্থিত এই মন্দিরটি৷ ২) এই মন্দিরেই রয়েছে একটি গর্ভগৃহ৷ আদপে যা একটি গুহা৷ এই মন্দির গর্ভে রয়েছে যোনীর আকৃতি যুক্ত বিশেষ একটি পাথর৷ ভূর্গভ থেকে উৎপন্ন হওয়া জল সব সময়ই এই বিশেষ পাথরটিকে সিক্ত করে রাখে৷ ৩) মূল মন্দিরের পাশাপাশি একাধিক দেবদেবীর বাসভূমি এই কামক্ষ্যায়। এখানে তারা, ভৈরবী, ভূবনেশ্বরী এবং ঘন্টাকর্ণ-র পূজও হয় এখানে৷ ৪) প্রায় ৪০০ বছর আগে এই মন্দিরটি নাকি ধ্বংস হয়ে গিয়েছিল৷ এরপর ১৭-র দশকে কোচবিহারের রাজা এই মন্দিরটি নত...
Image
ছেলেধরা গুজব প্রতিরোধ করতে মাঠে নামছে ৬১ লাখ আনসার বাহিনী প্রকাশিত : ২৪/০৭/২০১৯, সময় : ১২:২০am পদ্মা সেতু নির্মাণে মাথা লাগার যে গুজব ছড়াচ্ছে তা প্রতিরোধে এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে মাঠপর্যায়ে থাকা ৬১ লাখ আনসার সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপির সদর দপ্তরে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এসময় তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে গুজবে কান না দেয়ার জন্য গ্রাম পর্যায়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে বার্তা পাঠানো হয়েছে। গ্রাম, ইউনিয়ন পর্যায়ে আনসারের লিডার যারা আছেন তাদের কাছে পাঠানো হয়েছে এই বার্তা। এখন থেকে পদ্মা সেতু নিয়ে গুজবে কান না দিতে জনসাধারণকে সচেতন করবেন ৬১ লাখ আনসার সদস্য।
Image
গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ০২ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড প্রদান । প্রকাশিত : ২৩/০৭/২০১৯, সময় : ১১:২০pm মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক  গত ২৩/০৭/২০১৯ তা‌রিখ পরিদর্শক মোঃ রায়হান আহমেদ খান-এর নের্তৃত্বে সকাল ০৬.০০ ঘটিকা থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা কালে গোমস্তাপুর উপজেলার চৌডালা ফেরিঘাট গ্রামস্থ মৃত দিজেন কর্মকারের ছেলে শ্রী রিপন কর্মকার  (২৯), এবং দক্ষিণ হাউসনগর গ্রামস্থ মোঃ ছাত্তার আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম (২৭) দ্বয়কে ৩০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। পরে মোবাইল কো‌র্টে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ খাদিজা বেগম আসামী শ্রী রিপন কর্মকার (২৯) কে ১ মাসের  বিনাশ্রম কারাদন্ড এবং ২০,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ সাইফুল ইসলাম আসামী মোঃ রবিউল ইসলাম  (২৭) কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৪,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে উভয়কে জেল হাজ‌তে প্রেরণের নির্দেশ দেন।
Image
রাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে ভারতীয় জাল রুপি ও জাল রুপি তৈরির সরঞ্জামসহ ০৩ জন আটক । প্রকাশিত : চাঁপাই প্রতিদিন নিউজ ভারতীয় জাল রুপি ও জাল রুপি তৈরির সরঞ্জামসহ ০৩ জনকে আটক করেছে র‌্যাব-৫। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত ২১ জুলাই ২০১৯ তারিখ দুপুর ০২.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর বউবাজার এলাকায় রওশন আক্তার এর ভাড়া দেওয়া হোল্ডিং নং-১৩৪ বাড়ী থেকে ভারতীয় জাল রুপি ও জাল রুপি তৈরীর সরঞ্জামসহ ৩ জন জালনোট কারবারিকেে আটক করা হয়। আটককৃতরা হলো; ১। মোঃ রুবেল ইসলাম (২১), পিতা মোঃ আকবর আলী, সাং-আরামবাগ, থানাঃ সদর, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ জাহাঙ্গীর আলম (৪৯), পিতা মৃতঃ মোঃ মোবারক আলী, সাং-গুগলবাড়ী, থানাঃ+জেলাঃ নাটোর, ৩। মোঃ মোকলেছুর রহমান পিতাঃ শাহাবুদ্দিন, সাং- শিবগঞ্জ, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ’দ্বয়কে ১০,২৬,০০০/= (দশ লক্ষ ছাব্বিশ হাজার) ভারতীয় জাল রুপি ও ভারতীয় রুপি ২,০০০/= (দুই হাজার) ভারতীয় জাল রুপি তৈরীর কাগজ ০৪ রিম, ০৮টি ডাইচ, ০১টি ডাইচ ফ্রেম, ০১টি হোয়াইট বোর্ড, ০১টি ডাইচ ক...
Image
নাটোরে র‌্যাব-৫ এর অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । প্রকাশিত : চাঁপাই প্রতিদিন নিউজ র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্প কর্তৃক হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন ‌‌‌দল কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে অদ্য ২২ জুলাই ২০১৯ ইং, বিকাল ০৩:৩০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলদিগাছি জাগির পাড়া  গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে,(ক) হেরোইন- ২৩ (তেইশ) গ্রাম, (খ) ইয়াবা ট্যাবলেট-১৪  (চৌদ্দ) পিস, (গ) মাদক কারবারীতে ব্যবহৃত মোবাইল-০১ (এক) টি, (ঘ) সিম কার্ড ০১ (এক) টি, (ঙ) মেমোরী কার্ড ০১ (এক) টি, (চ) মাদক বিক্রয়লব্ধ ১৪০০/- (এক হাজার চারশত) টাকা সহ আসামী মোঃ মোখলেছ মিয়া (৫০), পিতা-আঃ হাকিম, সাং- হলদিগাছি জাগির পাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন। সন্ত্রাস মুক্ত দেশ গড়ুন ।।
Image
নাটোরে মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি গ্রেফতার । প্রকাশিত : ২১/০৭/২০১৯, সময় : ১২:৩৫am নাটোর ক্যাম্প কর্তৃক মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার।  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,নাটোর জেলার সিংড়া থানার মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ হৃদয় হোসেন (২৫), পিতা- মোঃ আবুল কালাম, সাং- বালুয়া বাসুয়া (চাঁদপুর), থানা-সিংড়া, জেলা-নাটোর, নাটোর জেলার সিংড়া থানাধীন বালুয়া বাসুয়া গ্রামে অবস্থান করিতেছে। উপরোক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এর নেতৃতে অদ্য ২০ জুলাই ২০১৯ সময় সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় নাটোর জেলার সিংড়া থানাধীন বালুয়া বাসুয়া গ্রাম হইতে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী মোঃ হৃদয় হোসেন (২৫), পিতা- মোঃ আবুল কালাম, সাং- বালুয়া বাসুয়া (চাঁদপুর), থানা-সিংড়া, জেলা-নাটোরকে গ্রেফতার করা হয়। র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন। সন্ত্রাস মুক্ত দেশ গড়ুন ।।
Image
মহারাজপুরে হারুন এমপির মতবিনিময় সভা । প্রকাশিত : ২০/০৭/২০১৯, সময় : ০৭:৫০pm চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর হাটসহ ইউনিয়নের রাস্তায় পানি জমে জনদূর্ভোগসহ বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় সাধারণ মানুষ ও মহারাজপুর হাটের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। শুক্রবার রাতে মহারাজপুর হাট চত্বরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মো. শামসুল ইসলাম টুকু। এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন মহারাজপুর হাট বনিক সমিতির সাধারণ সম্পাদক ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রভাষক ও সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার সম্পাদক মোহা. জোনাব আলী। সভায় অতিথি ছিলেন স্থানীয় আলহাজ্ব মো. আবুল হোসেন, আলহাজ্ব আব্দুল মান্নান টুনু, আলহাজ্ব মো. তাজেমুল হক, মোহাম্মদ হোসেন এম, বিএনপি নেতা আতাউর রহমান, ফিরোজ হোসেন, খাইরুল বাশার, মো. পলাশ। এসময় মহারাজপুর হাটের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সংসদ সদস্য মো. হারুনুর রশীদ এলাকার সমস্যা সমাধানে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়ার আশাবাদ ব্যক্...
Image
রাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে হ্যাকার ও ব্লাকমেইলার আটক । প্রকাশিত : ২০/০৭/২০১৯, সময় : ০২:০৫pm র‌্যাব-৫ এর অভিযানে হ্যাকার ও ব্লাকমেইলার আটক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত ১৯ জুলাই ২০১৯ তারিখ শুক্রবার আনুমানিক রাএী ০৮.৫০ ঘটিকায় নওগাঁ জেলার  মহাদেবপুর থানার পাটনা এলাকায় অপারেশন পরিচালনা করে। অভিযানে, মোঃ মতিউর রহমান (২৪) ,পিতাঃ-আঃ সালাম মন্ডল,সাং-পাতনা,থানাঃ-মহাদেবপুর,জেলা-নওগাঁ মোবাইল সহ আটক করা হয়। র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
Image
একটি মোবাইলের জন্য রিফাতকে মারার চক্রান্ত করেন মিন্নি ও বন্ড বাহিনী । প্রকাশিত : ২০/০৭/২০১৯, সময় : ০১:৪০am বরগুনা সদরে আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মিন্নির রিমান্ড শুনানিতে এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির আদালতকে বলেন, মিন্নি এ মামলার প্রধান সাক্ষী হলেও মামলার ১২ নম্বর আসামি রেজোয়ানুল ইসলাম ওরফে টিকটক হৃদয় গত ১৪ জুলাই রিফাত হত্যাকাণ্ডে মিন্নি জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাশাপাশি মিন্নিকে জিজ্ঞাসাবাদে রিফাত হত্যাকাণ্ডে মিন্নির সম্পৃক্ততার প্রমাণ পুলিশ পেয়েছে বলেও আদালতকে অবহিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে বরগুনা জেলা পুলিশের এক সদস্য গণমাধ্যমকে জানান, একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে রিফাত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ওই পুলিশ সদস্য জানান, গত ২৬ জুন বুধবার রিফাত শরীফ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার দুদিন আগে সোমবার হেলাল নামে একজনে...
Image
ভেজাল খাবার তৈরি ও সংরক্ষণ করার অপরাধে ০৪ ব্যবসায়ীকে অর্থ প্রদান ‌। প্রকাশিত : ১৯/০৭/২০১৯, সময় : ০১:০০pm নাটোর ক্যাম্প কর্তৃক ভেজাল খাবার তৈরী ও সংরক্ষণ করার অপরাধে ০৪ জন ব্যবসায়ীকে তিন লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান। র‌্যাবের ভেজাল বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ নাহিদ হাসান খান, গুরুদাসপুর, নাটোর এর যৌথ নেতৃত্বে গত ১৭ জুলাই ২০১৯ তারিখ রাএী ০৯:৩০ ঘটিকা হতে ১৮ জুলাই ২০১৯ তারিখ ০২:৩০ ঘটিকা পর্যন্ত নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন চাঁচকৈড় বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। অভিযানে,(ক) শিমাই-১২০ (একশত বিশ) কেজি, (খ) বিস্কুট-৮০ (আশি) কেজি, সহ ১। মোঃ সজিব মিয়া, গুরুদাসপুর, ২। মোঃ আমিনুল ইসলাম, গুরুদাসপুর, ৩। মোঃ মহিদুল ইসলাম, গুরুদাসপর, ৪। মোঃ ফাহিম, গুরুদাসপুরগণকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমান আদালত কর্তৃক গ্রেফতারকৃত ০১ নং আসামীকে ১০,০০০/- (দশ হাজার টাকা), ০২ নং আসামীকে ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা),০৩ নং আসামীকে ৪০,০০০/- (চল...
Image
শিবগঞ্জ একাডেমী মোড় থেকে ৭০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ০২ । প্রকাশিত : ১৯/০৭/২০১৯, সময় : ১২:১৫pm অদ্য ১৮/০৭/১৯ তারিখ ২২:১০ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন একাডেমি মোড় হইতে আসামি ১। মোঃ রুবেল(25), নামো চাকপাড়া, ২।  মোঃ জহুরুল ইসলাম @ রেজাউল (৩২),  গঙ্গারামপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জদ্বয় ৭০ (সত্তর) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার।
Image
অবশেষে মিলেছে মাথা কাটা শিশু ও ঘাতকের পরিচয় চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  প্রকাশিত : ০৯:৪০, ১৮ জুলাই ২০১৯ চাঁপাই প্রতিদিন নিউজ ডেস্ক :  মাথা কাটা শিশু সজীবের (৮) বাকি দেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকায় নির্মাণাধীন একটি ভবনের তিনতলা থেকে শিশুটির বাকি দেহ উদ্ধার করেছে পুলিশ। নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফখরুজ্জামান জুয়েল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নেত্রকোনা পৌর শহরের পাটপট্রি ব্রীজ সংলগ্ন কাটলী এলাকার কায়কোবাদ খানের নির্মাণাধীন তিনতলা ভবনের উপর থেকে রক্ত পড়তে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির বাকি দেহ উদ্ধার করে। পরে সজিবের বাবাকে খবর দেওয়া হয়। তিনি এসে ছেলের মরদেহ শনাক্ত করেন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে থেকে একটি ধারালো কাটার (কাগজ কাটায় ব্যবহৃত হয়) উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই কাটার দিয়েই তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এদিকে, এ ঘটনায় গটপিটুনীতে নিহত যুবকটি পরিচয় পাওয়া গেছে। তার নাম রবিন (২৫)। নিহত শিশু...
Image
রিফাত হত্যায় বরগুনায় ০০৭ বন্ড বাহিনীর মূল পৃষ্টপোষক স্থানীয় আওয়ামী সংসদ ধীরেন্দ্র দেবনাথের ছেলে সুনাম দেবনাথ ।   প্রকাশিত : ১৮/০৭/২০১৯, সময় : ০৬:৫০pmq নয়ন বন্ড কথিত ক্রসফায়ারে নিহত! প্রধান স্বাক্ষী মিন্নি গ্রেপ্তার! কিন্তুু ০০৭ বন্ড বাহিনীর মূল হোতা স্থানীয় আওয়ামী এমপি পুত্র এ্যাড.সুনাম দেবনাথের কি হলো?? কাদের ভয়ে মিন্নির পক্ষে ছিল না কোনো আইনজীবী? তাহলে কি প্রধান স্বাক্ষী মিন্নি আটক নাটকের মাধ্যমে ০০৭ বন্ড গ্রুপ ও স্থানীয় এমপি পুত্রকে বাঁচাতে চাইছে প্রশাসন? অপরাধীরা যেন ধরা ছোঁয়ার বাইরে চলে না যায়। আমরা চাই ০০৭ বন্ড গ্রুপের মূল হোতা সহ সকল অপরাধীরা যেন শাস্তি পায়... তথ্যসুত্রঃ "বরগুনায় ক্ষমতাসীন দলের একাধিক নেতা প্রথম আলোকে বলেছেন, হত্যাকাণ্ডে জড়িত প্রধান তিন আসামির দুজন রিফাত ফরাজী ও তাঁর ভাই রিশান ফরাজী বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের আপন ভায়রার ছেলে। আরেক আসামি সাব্বির জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুনাম দেবনাথের ঘনিষ্ঠজন বলে পরিচিত। সুনাম দেবনাথ বরগুনা সদর আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে।" "রিফাত শরী...
Image
শিবগঞ্জে র‌্যাব-৫ এর অভিযানে ২৪৯ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । প্রকাশিত : ১৮/০৭/২০১৯, সময় : ০২:০০pm র‌্যাব-৫, রাজশাহী এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কর্তৃক ২৪৯ বোতল ফেনসিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার  এর নেতৃত্বে অদ্য ১৭ জুলাই ২০১৯ ইং তারিখ রাত্রী আনুমানিক ০৯০০ ঘটিকায় চাঁপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সতেররশিয়া চামা দুখুর মোড় গ্রামস্থ জনৈক ইউনুছ আলী, পিতা-মোঃ বাহার আলী এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে । উক্ত অভিযানে, (ক) আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল-২৪৯ বোতল, (খ) মোবাইল সেট-০১টি, (গ)সীমকার্ড-০১টি, এবং (ঘ) মেমোরী কার্ড-০১টি সহ চাঁপাইনবাবগঞ্জের মাদক ব্যবসায়ী ১। মোঃ বাবু আলী (৩২), পিতা-মোঃ একবর আলী, সাং-সতেররশিয়া চামা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন। মাদকমুক্ত দেশ গড়ুন।
Image
নাটোরে অস্ত্রসহ গ্রেফতার ০১ । প্রকাশিত : ১৭/০৭/২০১৯, সময় : ০৮:০৫pm র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্প কর্তৃক ০১ টি পাইপ গান, ০১ টি চাইনিজ কুড়াল, ০১ টি চাপাতি, ০১ টি মোটর সাইকেল সহ ০১ জন গ্রেফতার।  র‌্যাব-৫, রাজশাহী এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মোঃ রাজিবুল আহমান, কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে অদ্য ১৭ জুলাই ২০১৯ তারিখ বিকাল ১৫০০ ঘটিকায় নাটোর জেলার গুরুদাসপুর থানার পার-গুরুদাসপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে।  অভিযানে, মোঃ বাবলু প্রামানিক (৪০), পিতা- মোঃ ময়েজ উদ্দিন প্রামানিক, সাং-সাবগাড়ী, থানা-গুরুদাসপুর, জেলা-নাটোরকে (ক) স্টীলের তৈরী পাইপ গান ০১ (এক) টি, (খ) চাপাতি-০১ (এক) টি, (গ) চাইনিজ কুড়াল-০১ (এক) টি, (ঘ) চাকু -০১ (এক) টি, (ঙ) মোটর সাইকেল ০১ (এক) টি সহ হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় আসামীর স্ত্রী ০৪ সন্তানের জননী মোছাঃ আলেয়া বেগম (৩৬) কে তাহার আত্নীয়  মোঃ জাহিদ (৪৫) কিছু দিন পূর্বে রাতের অন্ধকারে পালিয়ে নিয়ে বিবাহ করে। সেই জন্য সে জাহিদকে হত্যা করিবার উদ্দেশ্যে জব্দক...
Image
চাঁপাইনবাবগঞ্জ এর তের রশিয়া থেকে ২০০৭ পিচ ইয়াবাসহ ০২ জন আটক । প্রকাশিত : ১৬/০৭/২০১৯, সময় : ১০:১০pm নিউজ ডেস্ক : চাঁপাই প্রতিদিন নিউজ ...... চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণের ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তের রশিয়া গ্রামস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ২ হাজার ৭ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, সদর উপজেলার উত্তর ট্যাগ জহুরপুর বেলপাড়ার মৃত আব্দুল হকের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮)। র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পৌনে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তেররশিয়া গ্রামস্থ তেররশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে অভিযান চালিয়ে ২ হাজার ৭ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন, ২টি সীমকার্ড, নগদ-৪’শ টাকা সহ মাদক ব্যবসায়ী মো. শফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ...
Image
রামকৃষ্ণপুর ফেরিঘাটে ৫০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০২ । প্রকাশিত : ১৬/০৭/২০১৯, সময় : ০৯:৫০pm জেলা গোয়েন্দা শাখা কতৃক আসামী (১)বাবু (২৫) পিতা ছবু সাং চরপাকা, (২) রবিউল (৩০) পিতা মৃত মনসুর, সাং সুন্দরপুর বাগডাঙ্গা দ্বয়কে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রামকৃষ্ণপুর সোনারপাড়া ফেরিঘাটে ১৬/০৭/১৯ তারিখ ১৯.১০ ঘটিকায় গ্রেপ্তার করে।
Image
সিরাজগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার....! প্রকাশিত : ১৫/০৭/২০১৯, সময় : ১১:৩৫pm সিরাজগঞ্জ :  সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলার এজহার ভুক্ত আসামী মমিন মুন্না (২২) কে আটক করেছে র‌্যাব ১২ সদস্যরা। সে জয়পুরা গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ এর ভারপাপ্ত অধিনায়ক এস এম মোর্শেদ হাসান জানান, গত ৭ জুন জয়পুরা গ্রামের বয়স্ক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে তার বসত বাড়ী হতে নদীর ধারে ছাগল চড়াতে গেলে মমিন হোসেন মুন্না জোর পুর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এসময় কিশোরীর চিৎকারে গ্রামের লোক জন সেখানে গেলে ধর্ষক দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে কিশোরীর বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় নাড়ীও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পুলিশের পাশাপাশি র‌্যাব ১২ অভিযুক্ত আসামী কে দ্রুত গ্রেফতারের অভিযান চালায়। পরে ১৪ জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় সুইডেন টাওয়ারের সামনে থেকে আসামি মুন্নাকে গ্রেফতার করে। আসামী মুন্নাকে শাহজাদপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন...
Image
ধর্ষনের কোন দেশে কি আইন.....? প্রকাশিত : ১৫/০৭/২০১৯, সময় : ০৬:১৫pm চীন :  ধর্ষণ আমাদের দেশে একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে ধর্ষণের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। আসুন জেনে নেই এমন কয়েকটি দেশের কথা। চীনে ধর্ষণের শাস্তি বলতেই সরাসরি মৃত্যুদণ্ড। তবে কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে ধর্ষককে যৌনাঙ্গ কেটে দেয়া হয়। ফ্রান্স :  ফ্রান্সে ধর্ষণের শাস্তি অন্তত ১৫ বছরের কারাদণ্ড, সঙ্গে শারীরিক নির্যাতন। ভিকটিমের ক্ষতি কতটা গুরুতর, তার ওপর নির্ভর করে ধর্ষকের সাজা বাড়িয়ে ৩০ বছর থেকে আমৃত্যু কারাদণ্ড পর্যন্তও করা হতে পারে। রাশিয়া :  রাশিয়ায় ধর্ষণের শাস্তি কমপক্ষে ৩ বছরের কারাদণ্ড। ভিকটিমের ক্ষতি কতটা গুরুতর, তার ওপর নির্ভর করে ধর্ষকের সাজা বাড়িয়ে ৩০ বছর পর্যন্ত করা হতে পারে। গ্রিস :  গ্রিসে কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে তার একমাত্র শাস্তি আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড। সৌদি আরব :  সৌদি আরবে কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে রায় ঘোষণার কিছুদিনের মধ্যেই জনসম্মুখে শিরশ্ছেদ কর...